
প্রিন্ট: ০১ মে ২০২৫, ০৮:০৫ পিএম
আরো পড়ুন

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

পুরাতন যায় নতুন আসে
ক্যালেন্ডারের পাতায়,
নতুন বছর নতুন ছবি
আঁকি জীবন খাতায়।
নতুন আশা নতুন স্বপ্ন
নতুন ভাবে বাঁচি,
দুঃখ কষ্ট ভুলে গিয়ে
সুখের পথে আছি।
যা গিয়েছে সবই ভালো
নেই অনুতাপ কিছু,
মিছে মিছে অতীত নিয়ে
ভাববো কেন পিছু?
নতুন দিনের শপথ যেন
নতুন ভোরের আলো,
ছবির মতো আঁকি জীবন
রঙ-তুলিতে ভালো।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

পুরাতন যায় নতুন আসে
ক্যালেন্ডারের পাতায়,
নতুন বছর নতুন ছবি
আঁকি জীবন খাতায়।
নতুন আশা নতুন স্বপ্ন
নতুন ভাবে বাঁচি,
দুঃখ কষ্ট ভুলে গিয়ে
সুখের পথে আছি।
যা গিয়েছে সবই ভালো
নেই অনুতাপ কিছু,
মিছে মিছে অতীত নিয়ে
ভাববো কেন পিছু?
নতুন দিনের শপথ যেন
নতুন ভোরের আলো,
ছবির মতো আঁকি জীবন
রঙ-তুলিতে ভালো।