ম্যানইউকে হারিয়ে ১৭ বছরের ট্রফিখরা কাটাল টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৫, ০২:৪৮ পিএম

ছবি: সংগৃহীত
প্রিমিয়ার লিগের চূড়ান্ত ব্যর্থ ২ দল ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম। লিগ টেবিলেও পিঠাপিঠি অবস্থান। রেড ডেভিলসরা ১৬, স্পার্সরা ১৭! এক দলের সামনে ইউরোপের প্রতিযোগিতা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল। এছাড়া সুযোগ আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার।
এমন সমীকরণে বুধবার (২১ মে) রাতে স্পেনের সাম মেমেসে ১-০ গোলের জয় পেয়েছে টটেনহ্যাম। ব্যর্থ মৌসুমেও বড় এক শিরোপা জিতেছে তারা। প্রিমিয়ার লিগের ষষ্ঠ দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেয়েছে ।
পুরো ম্যাচে ব্যাকফুটে থেকে শিরোপা জিতেছে স্পার্সরা। ম্যাচের ৪২তম মিনিটে স্পার্সদের হয়ে গোলের লক্ষ্যে একমাত্র শটটি নেন ব্রেনান জনসন। গোলও পেয়ে যান।
ম্যানইউ ৭৭ শতাংশ বল পায়ে রেখে, ১৬টি আক্রমণেও পরাজিত দল। এই হারে রেড ডেভিলসরা আগামী মৌসুমের পরিকল্পনায় বড় ধাক্কা খেল। আর দলবদলের বাজারে মোটা অঙ্কের অর্থ খরচের পরিকল্পনাও নস্যাৎ হয়ে গেল।