×

সারাদেশ

ফের ‘শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী’র পুরস্কার পেলেন ফটিকছড়ির জেসমিন

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৫, ১২:৫৯ পিএম

ফের ‘শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী’র পুরস্কার পেলেন ফটিকছড়ির জেসমিন

ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মত দেশসেরা চা পাতা চয়নকারী শ্রমিক হিসেবে দেশসেরা হয়েছেন ফটিকছড়ির নেপচুন চা বাগানের শ্রমিক জেসমিন আক্তার।

এক বছরে ৩৪ হাজার ৯৩৭ কেজি চা পাতা উত্তোলন করে এবারও জাতীয় চা দিবসে ‘শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী’র পুরষ্কার নেন ৫৮ বছর বয়সী এ নারী।

জানা গেছে, জেসমিন আক্তার ১৬ বছর বয়স থেকে এ বাগানে শ্রমিক হিসেবে কাজ করছেন। তার পরিবারের বেশিরভাগ সদস্য চা শিল্পের সঙ্গে সম্পৃক্ত। গত বছরও তিনি শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী হিসেবে ‘জাতীয় চা পুরষ্কার’ জিতেছিলেন।

বুধবার (২১মে) ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের উপস্থিতিতে জাতীয় চা দিবসের অনুষ্ঠানে এ পুরষ্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে মোট ১০টি ক্যাটাগরিতে ‘জাতীয় চা পুরষ্কার’ দেওয়া হয়।

এম এম ইস্পাহি গ্রুপের মালিকানাধীন নেপচুন চা বাগানের ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. রিয়াজ উদ্দিন বলেন, আমাদের বাগানের শ্রমিক জেসমিন আক্তার দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী হিসেবে এ পুরষ্কার জিতেছেন। সারাদেশের ১৬৮টি বাগানের শ্রমিকদের মধ্য থেকে তিনি দেশসেরা হয়েছেন। এটা আমাদের জন্য গর্বের।

জানা গেছে, দুই ছেলে ও এক মেয়ের জননী জেসমিন ৪২ বছর ধরে নেপচুন চা বাগানে কাজ করছেন। দ্বিতীয়বারের মত পুরষ্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আমার পুরো পরিবার এই বাগানে কর্মরত। আমি পুরষ্কার পাওয়ায় খুশি লাগছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়ংকর এক নতুন অস্ত্র ‘ব্ল্যাকআউট বম্ব’ নিয়ে আসছে চীন!

ভয়ংকর এক নতুন অস্ত্র ‘ব্ল্যাকআউট বম্ব’ নিয়ে আসছে চীন!

পর্তুগাল ও স্পেনের ইতিহাসের সবচেয়ে গরম জুন মাস

পর্তুগাল ও স্পেনের ইতিহাসের সবচেয়ে গরম জুন মাস

নতুন প্লাজমা ডিভাইস তৈরি করেছেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা

নতুন প্লাজমা ডিভাইস তৈরি করেছেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা

‘যতক্ষণ দুঃখ প্রকাশ না করছো, তোমরা শান্তি পাবে না’, আওয়ামী লীগকে শফিকুল আলম

‘যতক্ষণ দুঃখ প্রকাশ না করছো, তোমরা শান্তি পাবে না’, আওয়ামী লীগকে শফিকুল আলম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App