×

জাতীয়

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ, যান চলাচল বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৫, ০১:৩৩ পিএম

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ, যান চলাচল বন্ধ

বিকাল পাঁচটা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। ছবি : সংগৃহীত

   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীর শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়ক অবরোধ করেছে ছাত্রদল। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে শাহবাগ মোড়ে কয়েকটি ভাগে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। বৃষ্টির কারণে অনেককে মেট্রো স্টেশনে আশ্রয় নিতে দেখা গেছে।

এদিকে ছাত্রদলের নেতা-কর্মীদের অবস্থানের কারণে ইতোমধ্যে শাহবাগ মোড় সংশ্লিষ্ট সড়কগুলোতে যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। এ সময় কিছু প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল করলেও কোনও গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। এতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।

আরো পড়ুন : ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই, রিট খারিজ

নেতাকর্মীরা জানান, বৃহস্পতিবার বিকাল পাঁচটা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন শাখা-ইউনিটের নেতা-কর্মীরা আসছেন।

এর আগে, গতকাল বুধবার এক বিবৃতিতে ছাত্রদলের পক্ষ থেকে আজকের এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেফতার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান করবে সংগঠনের নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ২৪ বাংলাদেশিকে পুশ-ইন বিএসএফের

ফেনী সীমান্তে ২৪ বাংলাদেশিকে পুশ-ইন বিএসএফের

রক্ত নয়, আমার শিরায় সিঁদুর ফুটছে: মোদি

রক্ত নয়, আমার শিরায় সিঁদুর ফুটছে: মোদি

আদালতের রায় নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ইশরাকের শপথ আদালতের রায় নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ম্যানইউকে হারিয়ে ১৭ বছরের ট্রফিখরা কাটাল টটেনহ্যাম

ম্যানইউকে হারিয়ে ১৭ বছরের ট্রফিখরা কাটাল টটেনহ্যাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App