আবারো ১০ ডিগ্রির নিচে নামলো তাপমাত্রা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম

পঞ্চগড়ের তাপমাত্রা আবারও নেমে গেছে ১০ ডিগ্রির নিচে। ছবি: সংগৃহীত
উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা আবারও নেমে গেছে ১০ ডিগ্রির নিচে। টানা ৩ দিন ধরে আকাশে দেখা নেই সূর্যের। সঙ্গে উত্তর দিক থেকে হু হু করে আসছে শীতল বাতাস। এতে সবমিলিয়ে পৌষের শেষ সপ্তাহে এসে তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়ের মানুষ।
বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই শহর-গ্রাম সবকিছুতেই নেমে আসে সুনসান নীরবতা। কানে ভেসে আসে শুধু সো সো করে ভেসে আসা বাতাসের গুঞ্জন। মাঠ-ঘাট, বাজার-সড়ক, কোথাও দেখা মেলে না লোক সমাগমের। যদিও দিনভর কাঠ-খড়ি আর খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টায় দেখা যায় শীতার্ত মানুষগুলোকে।
তবে সকালের তীব্র শীতের মধ্যেও জীবিকার তাগিদে প্রতিদিন কাজে বের হতে হয় শ্রমজীবী মানুষদের। নদী থেকে পাথর তোলা, নির্মাণকাজ কিংবা কৃষিকাজ, কুয়াশা আর ঠান্ডা উপেক্ষা করেই কাজে যোগ দিতে দেখা যায় খেটে খাওয়া এসব মানুষগুলোকে। সেই সঙ্গে সকাল সকাল শীত উপেক্ষা করেই বের হন রিকশা-অটোরিকশা চালকেরা।
আরো পড়ুন: দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস, যেসব জেলায় বইছে শৈত্যপ্রবাহ
গত কয়েক দিন ধরে সকালে জেলা শহরের প্রেসক্লাব রোডে রাজনগর হোটেলের সামনে গিয়ে দেখা যায়, নির্মাণ শ্রমিকেরা কনকনে শীতল বাতাসের মধ্যেও কাজের আশায় রাস্তার ধারে বসে আছেন। তবে বিরূপ আবহাওয়ার কারণে কাজ না পাওয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই দুপুরের দিকে কোনোপ্রকার আয় ছাড়াই নিজ নিজ বাড়িতে ফিরতে হচ্ছে কর্মজীবী এসব মানুষদের।
এদিকে কনকনে শীতল বাতাসের কারণে যাত্রী কম থাকায় আয় কমেছে রিকশা-অটোরিকশা চালকদেরও। জেলা সদরের কায়েতপাড়া গ্রামের অটো-ভ্যানচালক সমিরুল ইসলাম বলেন, ‘ঠান্ডার কারণে মানুষজন বাড়ি থেকে বের হচ্ছে কম। এ জন্য আমাদের এখন আয় অর্ধেকে নেমে এসেছে।’
মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করা হলেও বুধবার (৮ জানুয়ারি) সেই তাপমাত্রা নেমে আসে ২২ দশমিক ৮ ডিগ্রিতে। সবশেষ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ১ দিনের ব্যবধানে তাপমাত্রা ৫ ডিগ্রি কমে যায়। এতে আজ সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় বলেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। এ অবস্থা পুরো জানুয়ারি মাসজুড়ে থাকতে পারে।