×

অপরাধ

সাবেক মেয়র আতিকুলসহ আ. লীগের ৬ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের তারিখ নির্ধারণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৯ পিএম

সাবেক মেয়র আতিকুলসহ আ. লীগের ৬ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের তারিখ নির্ধারণ

ছবি: সংগৃহীত

   

জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম এবং আওয়ামী লীগের পাঁচ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য ৯ মার্চ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

একইসঙ্গে প্রসিকিউশনের পক্ষ থেকে করা একটি আবেদন মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) আসামিদের উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আওয়ামী লীগের অপর পাঁচ নেতা হলেন-রাজধানীর উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন এবং ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন।

এ বিষয়ে শুনানি শেষে প্রসিকিউটর মিজানুর রহমান ট্রাইব্যুনাল প্রাঙ্গণে উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন, এদিন আদালতে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে আসামিদেরকে হাজির করা হয়েছিল। রাজধানীর বিভিন্ন  থানায় তাদের বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। এছাড়া ট্রাইব্যুনালের তদন্তে প্রাথমিকভাবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক প্রমাণ মিলেছে। আন্দোলনে হামলা, চিকিৎসায় বাধা, অস্ত্র সরবরাহসহ বিভিন্নভাবে এসব অপরাধ সংঘটিত হয়েছে।

তিনি বলেন, আমরা আদালতে বলেছি, রাজধানীর উত্তরায় জুলাই-আগস্ট মাসে প্রায় ২০০ এর বেশি নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়। বিগত সরকারের একটি দায়িত্বশীল পদে থেকে এ গণহত্যার দায় তিনি (আতিকুল) এড়াতে পারেন না।

আদালতে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও বিএম সুলতান মাহমুদ। গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম এবং আওয়ামী লীগের পাঁচ নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন আদালত।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App