×

আবহাওয়া

বাড়ছে শীতের তীব্রতা, কাঁপছে রাজধানীসহ সারাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ এএম

বাড়ছে শীতের তীব্রতা, কাঁপছে রাজধানীসহ সারাদেশ

রাজশাহী বিভাগে তাপমাত্রা ১১-১৩ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করেছে। ছবি : সংগৃহীত

   

অগ্রহায়ণের শেষবেলায় শীতের তীব্রতায় কাঁপছে রাজধানীসহ সারাদেশ। এরইমধ্যে দেশের উত্তরাঞ্চলের তাপাত্রার পারদ নেমেছে ১০ এর ঘরে। রাজধানীতে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ওঠানামা করছে। আগামী কয়েক দিন তাপমাত্রা আরো কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের কোনো কোনো জেলায় শুক্রবার থেকে শৈত্যপ্রবাহের পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আকাশে সকাল ৯টার পর সূর্যের দেখা মিললেও সারা দিন তেজ ছিল না। অবশ্য আগের রাত থেকেই শীতের তীব্রতা বেড়েছে রাজধানীতে। শুক্রবার সকাল থেকেও বেশ শীত অনুভূত হচ্ছে রাজধানীবাসীর।

দেশের উত্তরের জনপদ পঞ্চগড়, দিনাজপুর, রংপুর এবং রাজশাহীসহ অন্যান্য জেলাগুলোতে শীতের দাপট দেখা দিয়েছে বেশ আগে থেকেই। দক্ষিণের জেলাগুলোও শীতে কাঁপছে। বৃহস্পতিবার তার তীব্রতা আরো বেড়েছে।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি। চলতি মৌসুমে এই প্রথম ঢাকায় তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামল। এদিকে রাজশাহী বিভাগে তাপমাত্রা ১১-১৩ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করেছে।

আরো পড়ুন : মধ্যরাত থেকে ঘন কুয়াশার আভাস

আবহাওয়া অফিসের তথ্যমতে, সাধারণত বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়; তাপমাত্রা ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আরো এক সপ্তাহ ঘন কুয়াশা থাকবে সারাদেশে। ফলে অনেক এলাকায়ই সূর্যের দেখা মিলবে দুপুরের পর। শনিবার এবং রবিবারের মধ্যে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে বয়ে যেতে পারে মৌসুমি শৈত্যপ্রবাহ। এর প্রভাবে দু-এক দিনের মধ্যেই দেশের বেশ কিছু অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, মধ্য ডিসেম্বরে শৈত্যপ্রবাহ হতে পারে। সাধারণত তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে তখন শৈত্যপ্রবাহ বলা হয়। আগামী কয়েক দিন দেশের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে তাপমাত্রা কমবে। রাজধানীতে তাপমাত্রা ১২-১৪ ডিগ্রির মধ্যে থাকবে। তিনি বলেন, রোদ না থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কুয়াশা কাটছে না।

দেশের মধ্যাঞ্চলের জেলা গোপালগঞ্জে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে সূর্যের মুখ দেখা যায়নি, রয়েছে ঘন কুয়াশাও। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। স্কুল-কলেজে কমেছে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই দিন এ জেলায় তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

গোপালগঞ্জের সঙ্গে চুয়াডাঙ্গায়ও গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা এটি। সীমান্তবর্তী এই জেলায় এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস। জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ নামছে। গত মঙ্গলবার এই জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি। বুধবার তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের এখন জবুথবু অবস্থা। বিশেষ করে শ্রমজীবী মানুষ পড়েছেন বিপাকে। ঘন কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে। শীত নিবারণে অনেকে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেয়ার চেষ্টা করছেন। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App