কত কিলোমিটার বেগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’, জানালো আবহাওয়া অফিস

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৭:৫৮ পিএম

ছবি: সংগৃহীত
আগামী ২৩ অক্টোবর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা ২৩ বা ২৪ অক্টোবরের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, এই ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয়, তবে এর নাম হবে ‘ডানা’ এবং এটি বাংলাদেশের উপকূলে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে।
বর্তমানে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই লঘুচাপটি পরবর্তী কয়েকদিনে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে, ঘূর্ণিঝড়টি কোন উপকূলে আঘাত হানবে, সে বিষয়ে এখনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে, সম্ভাব্য গন্তব্য হিসেবে বাংলাদেশের বরিশাল ও খুলনা বিভাগ এবং ভারতের ওড়িশা রাজ্যের নাম উল্লেখ করা হয়েছে।
যদি ঘূর্ণিঝড়টি বরিশাল ও খুলনা বিভাগের উপকূলে আঘাত হানে, তবে এর গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। অন্যদিকে, যদি এটি ভারতের ওড়িশা রাজ্যে আঘাত হানে, তখন এর বেগ ১৩০ থেকে ১৫০ কিলোমিটার হতে পারে।
সম্প্রতি কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে জানান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুযায়ী ২১ থেকে ২৬ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। তিনি আরো বলেন, এই ঘূর্ণিঝড়টি কম অথবা মাঝারি শক্তির হতে পারে, এবং এটি ২৪ বা ২৫ অক্টোবরের দিকে উপকূলে আঘাত হানতে পারে। তবে, স্থান ও সময় নির্দিষ্ট করে বলা যাবে ২০ অক্টোবরের পরেই।
আরো পড়ুন: প্রধান উপদেষ্টাকে ২৩ প্রস্তাব দিলো এলডিপি
আবহাওয়া বিশেষজ্ঞ মনোয়ার হোসেন জানিয়েছেন, সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে, তবে ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, সেটি এখনও নিশ্চিত নয়। সাধারণত ২৪ ঘণ্টা আগে আবহাওয়া অধিদপ্তর থেকে ঘূর্ণিঝড়ের আপডেট দেওয়া হয়, তবে বর্তমানে কোনো স্পষ্ট পূর্বাভাস পাওয়া যায়নি। তবুও, এই সময়টিতে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।