রাজধানীতে মুষলধারে বৃষ্টি, স্বস্তির পাশাপাশি ভোগান্তি

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ এএম

ছবি: সংগৃহীত
কয়েকদিনের প্রচণ্ড গরমের পর রাজধানী ঢাকায় শুরু হয়েছে মুষলধারে বজ্রসহ ভারি বৃষ্টিপাত। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে একদিকে প্রকৃতি ও নগরবাসী যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, অন্যদিকে নগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যা জনজীবনে বাড়িয়েছে ভোগান্তি ।
মঙ্গলবার ভোর ৫টা থেকে রাজধানীর খিলখেত, বারিধারা, মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, গুলশান, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাতও। এসময় রাস্তায় পানি জমে গিয়ে পরিস্থিতি আরো জটিল করে তোলে। তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসীর জন্য এই বৃষ্টি কিছুটা হলেও স্বস্তির। কিন্তু তা সত্ত্বেও নগরীর নিম্নাঞ্চলগুলোতে পানি জমে গিয়ে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে করে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভোগান্তির শিকার হয়েছেন।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় মঙ্গলবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছিল। এই পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, আজকের বৃষ্টিপাতের ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ফলে গরমের প্রকোপ কিছুটা কমবে বলে আশা করা যাচ্ছে।
বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে পানি জমে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। এতে করে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের সময়মতো গন্তব্যে পৌঁছাতে অসুবিধা হয়।
তবে এ ধরনের বৃষ্টি ফসলের জন্য উপকারী হলেও, নগরবাসীর জীবনে সাময়িক অসুবিধা তৈরি করে। বিশেষ করে যেসব এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা দুর্বল, সেসব স্থানে পানি জমে জনদুর্ভোগের মাত্রা বাড়িয়ে দেয়।