×

ভিডিও

'৮৪০' দিয়ে ফ্যাসিবাদী রাজনীতির মুখোশ উন্মোচন করলেন ফারুকী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৪ পিএম

   

পলিটিক্যাল ক্রাইম ঘরানার সিনেমা ‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’-এর ট্রেইলার রিলিজের পরপরই আলোচনার ঝড় শুরু হয়েছে সিনেমাটি নিয়ে দর্শকমহলে। আজ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘৮৪০’।

১৭ বছর আগে ২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ৪২০। এ নাটকের মাধ্যমে ছোট পরিসরে বাংলাদেশের রাজনীতির উত্থান-পতনের গল্প বলার চেষ্টা করে তিনি। এবার ২০২৪ সালে এসে তেমনই ’৮৪০’ বানালেন এই পরিচালক। মুক্তির আগে গত বুধবার সন্ধ্যায় ঢাকায় স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় ছবির প্রিমিয়ার হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে চলচ্চিত্র সমালোচক, অভিনয়শিল্পী, কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিরা ছবিটি উপভোগ করেছেন।

এই ছবি নিয়ে কথা বলেছেন দুই উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ফ্যাসিবাদের সময় আমরা অনেক কথা বলতে পারিনি, এখন বলার সময় এসেছে। ফারুকী ভাই সিনেমাটা বানিয়েছেন বলে তাঁকে ধন্যবাদ জানাই। আশা করছি, সামনের দিকে এ ধরনের কাজ আরও বেশি দেখতে পাব।’

অন্যদিকে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সাংস্কৃতিক লড়াইটা দীর্ঘ সময়ের। ফারুকী ভাইয়েরা লড়াইটা করে এসেছে। আশা করি, ৮৪০ সিনেমাটাও ৪২০-এর মতো সবার মধ্যে সাড়া জাগাবে। আগামীর সাংস্কৃতিক লড়াইয়ে ফারুকী ভাই আরও অবদান রাখবেন।’

পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বিশেষ অতিথি হিসেবে বিশেষ প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ প্রিমিয়ারে অংশ নেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন সৈয়দ আহমেদ মারুফ। ফেসবুকে একটি ছবি পোস্ট করেন পাকিস্তানের হাইকমিশনার। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, ‘আমরা আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ ব্যাপক পরিসরে সাংস্কৃতিক বিনিময়, সিনেমা, নাটক, থিয়েটার, টিভি চ্যানেল নিয়ে কাজ করব।’

এছাড়াও সিনেমা মুক্তিকে সামনে রেখে ১১ ডিসেম্বর রাজধানীর মহাখালিতে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে আয়োজিত বিশেষ শোতে উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী শামা ওবায়েদ। সিনেমাটি দেখার পর তিনি বলেন, নির্মাতা হিসেবে মোস্তফা সরয়ার ফারুকী একজন গুণী নির্মাতা। স্বৈরাচারী শেখ হাসিনার ১৭ বছরের ফ্যাসিবাদী গণতন্ত্র হরণের যে চরিত্র, সে চরিত্র ও সময়কে তিনি তুলে ধরেছেন ৮৪০-এ। আমি তাকে সাধুবাদ জানাই এবং এই সিনেমা সবার দেখা উচিত। 

এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানসহ আরও অনেকেই ছবিটি দেখেছেন। শিল্পীদের মধ্যে নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, নাদের চৌধুরীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ঢাকার দিয়াবাড়ি, তেজগাঁও, চট্টগ্রামের ফয়’স লেক, নওগাঁ এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App