×

ভিডিও

‘পুষ্পা-২’ দেখতে গিয়ে দর্শকের মৃত্যুর রহস্য কী?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ পিএম

   

৫ ডিসেম্বর বৃহস্পতিবার মুক্তি পেয়েছে এ বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’। মুক্তির আগেই সিনেমাটি ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। সুকুমার পরিচালিত এবং আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত এই সিনেমাটি এরইমধ্যে বক্স অফিস দখল নিয়েছে। তোলপাড় করছে দর্শকদের হৃদয়। তবে একটি খারাপ সংবাদও রয়েছে। 

সিনেমাটি মুক্তির আনন্দঘন মুহুর্তে ঘটে এক বিপত্তি। হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে এই সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সূত্রে এই খবর জানা গেছে।

ভারতীয় এই গণমাধ্যমের সূত্র জানায়, সিনেমাটির প্রিমিয়ারে অভিনেতা আল্লু অর্জুন এবং অন্যান্য সহশিল্পী ও কলাকুশলীরা সশরীরে গিয়ে হাজির হওয়ার পূর্বে এই থিয়েটারে কোনো রকম আইনি ব্যবস্থা ছিল না। ফলে অভিনেতারা উপস্থিত হওয়ার পর এই থিয়েটারের ভেতরে প্রবেশের চেষ্টায় জনতার ঢল নামে। আর এ সময় শ্বাস বন্ধ হয়ে অজ্ঞান হয়ে যান ৩৯ বছর বয়সী সেই নারী। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় সেই নারীর সঙ্গে তার ছেলেও গুরুতর আহত হন, বর্তমানে সেও হাসপাতালে ভর্তি রয়েছে।

এ বিষয়ে হায়দারাবাদের এক পুলিশ কর্মকর্তা জানান, থিয়েটারটি ছোট ছিল এবং এত বিশাল ভিড় সামলানোর উপযোগী ছিল না। আরও জানা যায়, নিহত নারীর নাম রেভাথি। পরিবারসহ তিনি এসেছিলেন এই সিনেমাটি দেখার জন্য। কিন্তু ভক্তরা প্রধান অভিনেতা আল্লু অর্জুনের এক ঝলক সাক্ষাৎ পেতে, তাকে সামনে থেকে নিজ চোখে দেখতে অতি উৎসাহী হয়ে উঠে এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আর সে সময়ই এই নারীর শ্বাস বন্ধ হয়ে অজ্ঞান হয়ে যান তিনি এবং পরবর্তীতে দর্শকদের পদদলিত হয়ে মৃত্যুবরণ করেন এই দুর্ভাগা আল্লুভক্ত, এখন পর্যন্ত এমনটাই ধারণা করা হচ্ছে।

আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমাটি মুক্তির আগে থেকেই ভারতের বিভিন্ন থিয়েটারে প্রথম সপ্তাহের টিকিট বিক্রি শেষ হয়ে যায়। অন্যদিকে এ বছর ভারতীয় বক্সঅফিসেও সিনেমাটি আয়ের রেকর্ড ভাঙতে যাচ্ছে বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App