×

ভিডিও

বিচ্ছেদ ঘোষণার পর আবারো কি মিলন ঘটছে এআর রহমান-সায়রার?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১১:৫৭ এএম

   

১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অস্কার বিজয়ী সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমান। সম্প্রতি এই সংগীত কিংবদন্তি তার স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন। এ খবর প্রকাশ্যে আসার পর মন ভেঙে যায় ভক্ত-অনুরাগীদের। এর মধ্যে শুরু হয় পরকীয়ার গুঞ্জনও। নেটিজেনদের একাংশ এ-ও প্রার্থনা করেন যে, তাঁদের দাম্পত্য সম্পর্ক যেন আবারো জোড়া লাগে। সম্প্রতি এ বিষয়ে মন্তব্য করেছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। তাহলে কি আবারো এক হতে চলেছেন এ আর রহমান ও সায়রা বানু দম্পতি?

এতো বছরের দাম্পত্য জীবনের ইতি টানার এই সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না তাদের জন্য। এক রকম বুকে পাথর রেখেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন এই দম্পতি, এমনই জানিয়েছিলেন রহমান-পত্নী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। তিনিই বিচ্ছেদের খবরটি প্রথম প্রকাশ্যে আনেন। 

বিবাহ বিচ্ছেদের পর মন ভার করা একটি পোস্ট করেছিলেন এআর রহমান নিজেও। সেই পোস্টে- অন্তত ৩০টা বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো হতো বলে দাবিও করেছিলেন রহমান।

এমন পোস্ট দেখে রহমান-অনুরাগীদের প্রশ্ন, “কোনও ভাবেই কি দাম্পত্য জোড়া লাগানো সম্ভব নয়?” এই প্রশ্নের উত্তর দিয়েছেন সায়রার আইনজীবী বন্দনা শাহ। ফের এই দম্পতির এক হওয়ার সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি। বিচ্ছেদের পরে অর্থ ও সম্পত্তি নিয়ে খুব একটা চিন্তিত নন রহমান-পত্নী। দাম্পত্যে তিক্ততা তৈরি হওয়ার জন্যই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন ঠিকই, কিন্তু আবার তাঁদের সম্পর্ক জোড়াও লাগতে পারে। 

সম্প্রতি আইনজীবী বন্দনা শাহ এক সাক্ষাতকারে জানান, ‘আমি তো কখনো বলিনি তাদের ভাঙা বিয়ে জোড়া লাগবে না। আমি নিজে ভীষণ ইতিবাচক একজন মানুষ। আর সব সময় ভালোবাসা, রোমান্স নিয়ে কথা বলি। সায়রা ও রহমানের যৌথ বিবৃতিতেই তো সবটা পরিষ্কার, যেখানে তাঁদের কষ্ট এবং বিচ্ছেদের কথা বলা হয়েছে।

বন্দনা বলেন, ‘দীর্ঘদিনের দাম্পত্য তাঁদের, তাই অনেক ভাবনাচিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কিন্তু আমি তো এর মধ্যে কখনো বলিনি যে এ আর রহমান ও সায়রা বানুর পুনর্মিলন সম্ভব নয়।’

রহমান ও সায়রা বানু দম্পতির তিন সন্তান রয়েছে। বিচ্ছেদের পর সন্তানদের দায়িত্ব কে নেবেন? এ নিয়েও চলছে নানা জল্পনা। এই বিষয়টিও স্পষ্ট করেছেন আইনজীবী বন্দনা শাহ বলেন, ‘সায়রা ও রহমান কেউ এখনো সেটা ঠিক করেননি। আর তাদের সন্তানেরা প্রাপ্তবয়স্ক। তাঁরা নিজেরাই সিদ্ধান্ত নেবে—মা, নাকি বাবার কাছে থাকবে।’

বিচ্ছেদের খবর প্রকাশ করার পরে এআর রহমান পোস্ট করে বলেছিলেন, “আমরা ভেবেছিলাম, দাম্পত্যের ৩০তম বছরে অন্তত পৌঁছাতে পারবো। কিন্তু এমন পরিসমাপ্তির কথা আমরা কল্পনাও করিনি। হৃদয় ভাঙার ভারে সৃষ্টিকর্তার আসন পর্যন্ত আজ কেঁপে উঠতে পারে। যদিও, এই দুঃখের মাঝেও আমরা জীবনের অর্থ খোঁজার চেষ্টা করছি। হয়তো ভেঙে যাওয়া অংশগুলো আর কখনওই আগের মতো জোড়া লাগবে না!”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App