×

ভিডিও

ছাত্রদের যৌন নিপীড়ন করতেন মুখোশধারী ধর্মগুরু চিন্ময় ব্রহ্মচারী!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১১:২৪ পিএম

   

গেল ২৫ নভেম্বর সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। আর এ নিয়ে পরবর্তীতে চিন্ময় কৃষ্ণ দাসের ভক্ত ও অনুসারীদের সঙ্গে সংঘর্ষে নৃশংসভাবে প্রাণ হারান সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবী।

আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সম্প্রতি ধর্ম প্রচারকের মুখোশধারী চিন্ময় দাস ব্রহ্মচারীর এক নোংরা ইতিহাসের খোঁজ মিলেছে। ২০২৩ সালে শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত হয়েছিলেন চিন্ময় কৃষ্ণ। ছেলে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের দায়ে পুণ্ডরীক ধামের এই অধ্যক্ষকে সাময়িক বিধিনিষেধ দেয় যুক্তরাজ্যে অবস্থিত ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রটেকশন অফিস। সম্প্রতি এমন একটি চিঠি আমাদের হাতে এসে পৌঁছেছে।

সেই চিঠি থেকে জানা গেছে, ইসকন নেতা ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন ‘যৌন বিকারগ্রস্ত’ মানুষ। তাছাড়া পুণ্ডরীক ধামের ছেলে শিশুদের নানাভাবে যৌন নিপীড়ন করার প্রমাণও মিলেছে তার বিরুদ্ধে। জানা গেছে, সেইসব শিক্ষার্থীকে বিভিন্ন সময় নানা ছলে নিজের রুমে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করতেন ধর্মীয় শিক্ষকের মুখোশধারী চিন্ময় ব্রহ্মচারী। 

২০২৩ সালের ৬ অক্টোবর ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রটেকশন অফিস সতর্ক করে জানিয়েছিল যে- ১৮ বছর বয়সের নিচে কেউ যেন চিন্ময় দাস ব্রহ্মচারীর ধারে কাছে না যায়। সেই চিঠিতে শিশু নিপীড়নের অপরাধে চিন্ময়ের ওপর সাময়িক বিধিনিষেধ আরোপের পাশাপাশি চিন্ময়কে কিছু সময়ের জন্য কীর্তন করা এমনকি শিক্ষাদান থেকেও তাকে বিরত থাকতে বলা হয়। 

চিন্ময়কে গ্রেপ্তারের পর বিভিন্ন সনাতনী সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হলেও আজব বিষয় হলো- তার নিজের সংগঠন ইসকন যথেষ্ট নীরব। তার ভক্তরা তাকে ‘চিন্ময় প্রভু’ নামে ডাকেন। কিন্তু ইসকন সংগঠনটির শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের কারণে তিনিসহ আরও কয়েকজনকে গেল জুলাই মাসে ইসকন থেকে বহিষ্কারও করা হয়েছিল। ২০২৩ সালে দেওয়া বিধিনিষেধের সূত্র ধরে চলতি বছরও তাকে বহিষ্কার করা হয়। 

অন্যদিকে গেল ৯ নভেম্বর রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে ‘ইসকন বাংলাদেশ’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী চট্টগ্রামের হাজারি গলির ঘটনার প্রসঙ্গ টেনে জানান যে- সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রামের পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩ জনকে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু এরপরও গেল ২৬ নভেম্বর চিন্ময়ের ভক্তদের সৃষ্ট সহিংসতায় নৃশংসভাবে প্রাণ হারালেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App