বাবা নাকি মা, কার পথে শাহরুখ-পুত্র

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১১:০৮ পিএম
প্রেম খাঁটি হলে, কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। এর সবচেয়ে বড় প্রমাণ শাহরুখ খান ও গৌরী খানের জুটি। কলেজ জীবন থেকে তাদের প্রেম। দু’জন ভিন্ন ধর্মের। এছাড়াও নানা ধরনের বাধা এসেছে প্রেমের পথে। কিন্তু সে সব তোয়াক্কা না করেই চারহাত এক করেছিলেন তারা। সেই সম্পর্ক আজও রয়েছে অক্ষত। আজও বলিউডের ‘পাওয়ার কাপল’ শাহরুখ-গৌরী।
শাহরুখ গৌরী দুজন স্বামী স্ত্রী হলেও তারা তাদের ধর্মই পালন করছেন। তবে নেটিজেনদের প্রশ্ন শাহরুখ পুত্র আরিয়ান তাহলে কোন ধর্ম মেনে চলছেন?
উত্তরে গৌরা জানান, “আরিয়ান আসলে শাহরুখকে মেনে চলে। তাই ও বাবার ধর্ম অনুসরণ করে। আমার মনে হয় ও নিজেকে মুসলিমই বলবে। ও যখন বলেছিল, ‘আমি মুসলিম’, আমার মা অবাক হয়েছিলেন। তবে মা কিছু মনে করেননি। বিষয়টার সঙ্গে মানিয়ে নিয়েছিলেন। প্রতি রাতে প্রার্থনা করে তার পর ঘুমোতে যান আরিয়ান। প্রথমে মায়ের মতো করে, তার পরে বাবার মতো করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তিনি। আরিয়ান প্রায়ই চর্চায় উঠে আসেন। তবে পর্দার সামনে অভিনয় করতে আগ্রহী নন শাহরুখ-পুত্র। তার আগ্রহ ছবি পরিচালনায়।
শাহরুখ গৌরি সংসারে নিজেদের ধর্মেও সব সময় সমতা বজায় রেখেছেন। কাউকেই পরস্পরের সঙ্গে থাকার জন্য ধর্ম পরিবর্তন করতে হয়নি। সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে গৌরী বলেছিলেন, “আমরা সমতা বজায় রাখি। আমি শাহরুখের ধর্মের উপর শ্রদ্ধা রাখি। তবে তার অর্থ এই না, আমি ধর্ম পরিবর্তন করব। আমি এটা বিশ্বাস করি না। প্রত্যেকের ব্যক্তিসত্তা রয়েছে। প্রত্যেকে নিজের ধর্ম মেনে চলবেন, এটাই স্বাভাবিক। অন্য ধর্মের প্রতি যেন শ্রদ্ধা থাকে। শাহরুখও আমার ধর্মকে সম্মান করে। তবে ছেলেমেয়েরা বাবার ধর্মই বেছে নিয়েছেন।
নেটফ্লিক্সে আরিয়ান খান একটি সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন সেই খবর ছিল আগেই। আর এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের পর কিং খান-পুত্রের প্রশংসায় কঙ্গনা রানাওয়াত, আলিয়া ভাট, সুহানা খান, অনন্যা পান্ডে এবং শানায়া কাপুরও আরিয়ান খানের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা সকলেই নিজ নিজ ইনস্টাগ্রাম স্টোরিতে নোট শেয়ার করেছেন নতুন এই পরিচালককে নিয়ে।
রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে, গৌরী খান প্রযোজিত এই সিরিজটি দিয়েই বিনোদন দুনিয়ায় এন্ট্রি নিতে চলেছেন শাহরুখ। বাবা হিসেবে নিঃসন্দেহে এই মুহূর্তটি তার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।
২০২৫-এ মুক্তি পাবে নেটফ্লিক্সের এই ওয়েব সিরিজ। তবে কাজের জগতে আরিয়ান নিজেকে ঢেলে দিয়েছেন আগেই। রয়েছে আরিয়ানের পোশাক ব্র্র্যান্ড 'ডি'ইয়াভল এক্স'। একইসঙ্গে একটি সুপার লাক্সারি অ্যালকোহল ব্র্যান্ডেও টাকা ঢেলেছেন।