×

ভিডিও

লাইসেন্স দেয়ার নামে ফুড অফিসের রমরমা বাণিজ্য!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৭:৫৯ পিএম

   

লালমনিরহাটের আদিতমারী ফুড অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী ছকমাল  হোসেন। খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ডিলার নিয়োগে ফুড গ্রেইন লাইসেন্স এর জন্য প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের আগেই ছকমাল  হোসেন ফুড গ্রেইন লাইসেন্স দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আবেদনকারীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। উপজেলার ৮ টি ইউনিয়নে মোট ওয়ার্ড রয়েছে ৭২টি। আর প্রতিটি ওয়ার্ডে আবেদনকারী রয়েছেন ১৫ থেকে ২০ জন করে। 

ভুক্তভোগীরা জানান, টাকা জমা দেয়ার বিনিময়ে রশিদ চাইলেই বাধে বিপত্তি। রশিদ দিতে অস্বীকৃতি জানান ছকমাল হোসেন।   এলাকাবাসী আরো অভিযোগ করেন, ফুড অফিসের চতুর্থ শ্রেনীর কর্মচারী ছকমাল হোসেনের বাড়ী উপজেলা পরিষদের পাঁশে হওয়ায় কাউকেই তিনি তোয়াক্কা করেন না। এলাকার প্রভাব খাটিয়ে নিজের খেয়াল খুশি মতো প্রকাশ্যেই এসব কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। 

এদিকে আবেদনকারীদের কাছ থেকে নগদ টাকা গ্রহণের বিষয়ে ক্যামেরার সামনে অভিযোগ স্বীকারও করেছেন ছকমল হোসেন। ঘটনাস্থল পরিদর্শনে সাংবাদিক সেখানে গেলে তার উপস্থিতি টের পেয়ে দুপুর দেড়টার দিকে অফিস কক্ষের সামনে তালা ঝুলিয়ে দেন আদিতমারী ফুড অফিসের কর্মকর্তারা। 

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হলে থলের বিড়াল বেরিয়ে আসবে বলে মনে করছেন ভুক্তভোগীসহ সচেতন মহল। তাদের আশঙ্কা, প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে এখনি ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরো বড় ধরণের অনিয়ম হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App