অক্ষয় কুমারের চরিত্র নিয়ে মারাত্মক অপবাদ দিলেন গুড্ডি মারুতি!

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১২:০৩ পিএম
নব্বইয়ের দশকে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের জীবনে নাকি প্রেমের অভাব ছিল না। বাস্তবেও না কি তিনি ছিলেন ‘খিলাড়ি কুমার’। কিন্তু মুখ দেখে তাকে নিরীহ মনে হলেও তার সম্পর্ক ছিল অজস্র তরুণীর সঙ্গে। সম্প্রতি এমন বিস্ফোরক অভিযোগ করে বসলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী গুড্ডি মারুতি।
আনন্দবাজার সূত্রে জানা গেছে, বলিউড অভিনেতা অক্ষয় কুমারের অভিনয়ের যাত্রা শুরু হয় ১৯৯১ সালে। বলিউডে ‘খিলাড়ি কুমার’ তকমা পেয়েছিলেন এ অভিনেতা। ব্যক্তিগত জীবনের জন্য বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। এবার বর্ষীয়ান অভিনেত্রী গুড্ডি মারুতি অক্ষয়ের জীবনের কিছু অজানা কথা প্রকাশ্যে আনলেন।
গুড্ডি মারুতি জানান, নব্বইয়ের দশকে অক্ষয়ের জীবনে প্রেমের অভাব ছিল না। বাস্তবেও তিনি ছিলেন ‘খিলাড়ি কুমার’। সেই সময়ে তরুণীদের মধ্যে বেশ সুখ্যাতি ছিল এই অভিনেতার।
১৯৯১ সালের ছবি ‘খিলাড়ি’-তে অভিনয় করা গুড্ডি মারুতি বলেন, খিলাড়ি কুমারও অভিনেত্রীদের সঙ্গে রঙ্গ-রসিকতায় বেশ মেতে থাকতেন। বর্ষীয়ান এই অভিনেত্রী বলেন, সেই সময় একাধিক প্রেমিকা ছিল অক্ষয়ের। সেই প্রেমিকাদের মধ্যে ২-৩ জনকে ব্যক্তিগতভাবে চিনতেনও তিনি।
যদিও তাদের নাম প্রকাশ্যে আনেননি গুড্ডি মারুতি। অক্ষয় মোট কতজনের সঙ্গে সম্পর্কে ছিলেন, তা-ও বলতে রাজি হননি তিনি। একাধিক প্রেমিকা থাকলেও, একই সময়ে তাদের সঙ্গে সম্পর্কে ছিলেন কিনা তা-ও নিশ্চিত করে বলতে পারেননি গুড্ডি মারুতি। তবে এই অভিনেত্রীর মানতে অসুবিধা নেই যে— অক্ষয় বহু তরুণীর হৃদয় ভেঙেছিলেন। তাকে না কি অনেকেই ‘হার্টব্রেকার’ বলে ডাকতেন।
গুড্ডি বলেন, অক্ষয় বেশ কিছু নারীর মন ভেঙেছেন বলেই মনে হয়। খুব সরল ও নিরীহ ভাব নিয়ে থাকতেন তিনি। মুখ দেখে মনে হতো খুবই নিরীহ। কিন্তু পরে বহু গল্প, বহু কুৎসা শুনেছি তার বিরুদ্ধে।
বলিউডে কান পাতলে শোনা যায়, অভিনেত্রী রাভিনা টেন্ডন, শিল্পা শেঠি, প্রিয়াংকা চোপড়া, ক্যাটরিনা কাইফের সঙ্গেও সম্পর্কে ছিলেন অক্ষয় কুমার। এমনকি রেখার সঙ্গেও নাম জড়িয়েছিল তার। ২০০১ সালে টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেন এই বলিউড স্টার।