আমিরকে হকিস্টিক নিয়ে তাড়া করেন মাধুরী!

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ পিএম
বলিউড পারফেকশনিস্ট অভিনেতা আমির খান ও অভিনেত্রী মাধুরী দীক্ষিত ‘দিল ছবিতে প্রথম জুটি বাঁধেন। ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়। এরপর ‘দিওয়ানা মুঝসা নহি’ ছবিতে জুটি বাঁধেন। কিন্তু ছবিটি বক্স অফিসে কোনো সাড়া ফেলতে পারেনি।
আমির ও মাধুরী দুজনেই ভালো বন্ধু। কিন্তু তারপরও একসময় আমিরকে আঘাত করতে উদ্যত হন মাধুরী। অভিনেত্রীর হাতে তখন ছিল একটি হকিস্টিক, তা নিয়েই তেড়ে মারতে যান অভিনেতা আমিরকে। কিন্তু কেন?
আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, পরিচালক ইন্দ্র কুমারের প্রথম ছবি ছিল ‘দিল’। এ ছবির শুটিংয়ের সময়েই আমিরের ওপর চটে যান অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ফারহান আখতারের টক শোয়ে উপস্থিত হয়ে আমির এ ঘটনার নেপথ্যে কারণ ব্যাখ্যা করেন। আমির জানান, শুটিংয়ের ফাঁকেই মজা করে তিনি মাধুরীর হস্তরেখা বিচার করছিলেন। আমির নাকি মজা করে মাধুরীর হাতে থুতু ফেলেন! তার পরেই হকিস্টিক নিয়ে আমিরকে তাড়া করেন অভিনেত্রী।
২০১৬ সালে এ ঘটনার সত্যতা স্বীকার করে নেন মাধুরী দীক্ষিত। এক্স হ্যান্ডলে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়— ইন্ডাস্ট্রিতে তিনি সবচেয়ে সাহসী কোন কাজটি করেছেন। এ প্রশ্নের উত্তরে মাধুরী বলেন, 'দিল’ ছবির সেটে হকিস্টিক নিয়ে আমির খানকে তাড়া করেছিলাম। কারণ ও আমাকে বোকা বানিয়েছিল।
সম্প্রতি ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে দর্শক মাধুরীকে দেখেছেন। অন্যদিকে আগামী ডিসেম্বর মাসে মুক্তি পাবে আমির প্রযোজিত ছবি ‘সিতারে জমিন পর’। এ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আমির নিজে।
ভারতীয় বক্স অফিসের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছবির নায়ক তিনি। একমাত্র তিনিই ২০০০ কোটির গণ্ডি ছুঁতে পেরেছেন। কিন্তু গত ৬ বছরে বক্স অফিসে হিটের মুখ দেখেননি আমির খান। ঠগস অফ হিন্দুস্তান এবং লাল সিং চড্ডার ব্যর্থতা ঘিরে ধরেছে নায়ককে।
গত বছর অগস্টে মুক্তি পেয়েছিল ‘লাল সিং চড্ডা’, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই ছবি। এই ব্যর্থতার দায়ে নিজেকে খানিক গুটিয়ে নিয়েছিলেন আমির। তবে মিস্টার পারফেকশানিস্ট ফিরছেন।
লম্বা সময় লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে দূরে থাকার পর স্বমহিমায় দেখা দেবেন তিনি। ২০০৭ সালে ‘তারে জমিন পর’ তৈরি করেছিলেন আমির। সেই ছবির অনুপ্রেরণাতেই এবার তৈরি করবেন ‘সিতারে জমিন পর’। দিন কয়েক ধরেই এই জল্পনা ঘোরাফেরা করছিল বলিপাড়ায়, অবশেষে নিজের মুখেই সবটা জানালেন আমির।