এবার কাকে বিয়ে করছেন সানি লিওন

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৬:৩৬ পিএম
আবার বিয়ে করলেন একসময়ের পর্ন তারকা ও বলিউড অভিনেত্রী সানি লিওন। তবে এবার তিনি কাকে বিয়ে করেছেন এ নিয়ে যেন কৌতুহলের শেষ নেই সানি ভক্তদের মাঝে। অনেকে আবার প্রশ্ন তুলেছেন তবে কি তার স্বামী ড্যানিয়েলের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে? নাকি তাকে রেখেই অন্য আরেকজনের সঙ্গে ঘর বেধেছেন?
তবে তিনি কাকে বিয়ে করেছেন শুনলে অবাক হবেন। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে আবারও নতুন করে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তিনি। দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের পর আবার নতুন করে বিয়ে করলেন এই জুটি। বিয়ের ছবি শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে।
মালদ্বীপে উড়ে গিয়ে সমুদ্র সৈকতে সাজানো বিয়ের আসরে সঙ্গীকে সঙ্গে নিয়ে বললেন, ‘আই ডু!’ সানির এই বিয়েতে তার পাশে ছিল তিন সন্তান নিশা, নোয়া ও আশের।
২০১১ সালে সানি জানিয়েছিলেন মার্কিন অভিনেতা, প্রযোজক এবং উদ্যোক্তা ড্যানিয়েলকে বিয়ে করেছেন। ২০১৭ সালের জুলাই মাসে এই দম্পতি মহারাষ্ট্রের লাতুর গ্রাম থেকে তাদের প্রথম সন্তানকে দত্তক নেন। নাম রাখেন নিশা কৌর ওয়েবার। সেই সময় ওই শিশুটির বয়স ছিল ২১ মাস। পরের বছর মার্চ মাসে, সানি এবং ড্যানিয়েল তাদের যমজ ছেলের জন্মের ঘোষণা করেছিলেন, সারোগেসির মাধ্যমে জন্ম হয়েছিল তাঁদের।
সংবাদমাধ্যম থেকে জানা যায়, সানি ও ড্যানিয়েল দুজনেই চাইছিলেন তাদের সন্তানরা একটু বড় হলে, নতুন করে বিয়ে করবেন। সন্তানদের বিয়ে নামক প্রতিষ্ঠানের সম্পর্কে এবং গুরুত্ব বোঝানোর কারণেই এমনটা করার ইচ্ছে ছিল তাদের। সেই কারণেই প্রথম বিয়ের ১৩ বছর পর, ফের বিয়ে করলেন সানি ও ড্যানিয়েল।
সানি বলেন, তার মা এখনও তাকে ঘেন্না করেন! সম্প্রতি মার্কিন এক সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সানি। সেখানে জানান, আমার আসল নাম করণজিৎ কউর। কিন্তু যখন পর্ন দুনিয়াতে পা রাখি তখন আমাকে একটা আকর্ষণীয় নাম রাখতে বলা হয়। আমি আমার ভাইয়ের নাম ধার নিই। তারপরই আমার নাম হয়ে যায় সানি লিওনি।
তারপর থেকেই আমার মা আমাকে সহ্য করতে পারেন না। পর্ন দুনিয়া থেকে সানি প্রথমে এসেছিলেন ভারতের বিগ বস রিয়্য়ালিটি শোয়ে। তারপর পরিচালক মহেশ ভাটের নজরে পড়ে জিসম -২ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন।
সানি চেষ্টা করেছিলেন নিজের পর্ন তারকা ইমেজ ভাঙতে। তবুও বেশিরভাগ লোকজন বার বার ফিরিয়ে নিয়ে গিয়েছেন তাকে পুরনো জগতে।