×

ভিডিও

হাসিনাকে নিয়ে ভারত সরকারের এতো নাটকীয়তা কেন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পিএম

   

প্রায় তিন মাস হতে চললো গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আছেন। তবে ভারত সরকার হাসিনাকে  আপাপত আশ্রয় দিয়েছে এতটুকু নিশ্চিত করা ছাড়া তারা তাকে নিয়ে আজ পর্যন্ত একটি টু শব্দও করেনি । অর্থাৎ শেখ হাসিনাকে কোথায় বা কীভাবে রাখা হয়েছে, তা নিয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি । সেখানে হাসিনা কী ইমিগ্রেশন স্ট্যাটাসে বা কীসের ভিত্তিতে  আশ্রয় পেয়েছেন , তা নিয়েও দিল্লি সব প্রশ্ন এড়িয়ে গিয়েছে। এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে হাসিনাকে নিয়ে ভারত সরকারের এতো নাটকীয়তা কেন? 

৬ আগস্ট বিকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও দেশের পার্লামেন্টে বলেছিলেন, আপাতদৃষ্টিতে প্রধানমন্ত্রিত্বে ইস্তফা দিয়েই শেখ হাসিনা ভারতে এসেছেন। শেখ হাসিনাকে ঘিরে পুরো বিষয়টাতেই ভারত সরকার চরম গোপনীয়তা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। আর প্রায় তিন মাস ধরে সেটা বজায় রাখতে সফলও হয়েছে। একজন হাইপ্রোফাইল ব্যক্তিকে সবার চোখ আড়াল করে আশ্রয় দেয়া সম্ভবও না । ভারতে সেটা করেওনি। প্রথম সুযোগেই তাকে আশ্রয় দেয়ার কথা স্বীকার করেছে । কিন্তু তারপর থেকেই  এ বিষয়ে মৌন ব্রত পালন করছে।

অবশ্য, ভারত সরকারের এমন কঠিন নীরবতা প্রসঙ্গে  দিল্লির তিন জন সাবেক কূটনীতিবিদের মতামত পাওয়া গেছে। বাংলাদেশে ভারতের সাবেক এক হাইকমিশনার বলেছেন, শেখ হাসিনাকে নিয়ে এত আঁটোসাঁটো গোপনীয়তার কারণ নিরাপত্তা। শেখ হাসিনা ভারতের জন্য এমন একজন বিশেষ অতিথি, যার জীবন ও নিরাপত্তা নিয়ে এতটুকু ঝুঁকি নেয়ার কোনো অবকাশ নেই। ভারত তাকে তার এই বিপদের মুহূর্তে শুধু আশ্রয়ই দেয়নি, সেই সঙ্গে তার সুরক্ষারও দায়িত্ব নিয়েছে বলে জানান তিনি। 

এখন প্রশ্ন করতে পারেন, ভারতে শেখ হাসিনার জীবনের ঝুঁকি কোথায়? এর উত্তরে ঐ সাবেক কমিশনার বলেন, অনেক দিক থেকেই ঝুঁকি থাকতে পারে। বাংলাদেশে যেসব জিহাদি গোষ্ঠীর বিরুদ্ধে অতীতে তার সরকার কড়া ব্যবস্থা নিয়েছে, তাদের সদস্যরা যে পরিস্থিতির সুযোগ নিয়ে শেখ হাসিনার জীবননাশের চেষ্টা চালাবে না, তা কে গ্যারান্টি দিয়ে বলতে পারে? শেখ হাসিনার লোকেশন যদি পাবলিক ডোমেইনে থাকে, তাহলে তার ডেরায় গিয়ে চারটে বোমা ফেলার চেষ্টা যে হবে না, তারই বা নিশ্চয়তা কোথায়?

ভারতে ক্ষমতাসীন দল বিজেপির ঘনিষ্ঠ ফরেন পলিসি এক্সপার্ট শুভ্রকমল দত্ত  বলেন, ভারত সরকার শেখ হাসিনার দেশে থাকা নিয়ে কিছু বলতে না চাওয়ার একাধিক কারণ আছে। অন্যতম কারণ হাসিনার পতনের পিছনে আমেরিকার সংশিষ্টতা। অন্যদিকে, আমেরিকা নানা বিষয়ে ভারতের ঘনিষ্ঠ কূটনৈতিক মিত্র, স্ট্র্যাটেজিক পার্টনার এবং একসঙ্গে তারা কোয়াড জোটেরও সদস্য। আর দ্বিতীয় কারণটা অবশ্যই শেখ হাসিনার ব্যক্তিগত সুরক্ষা বা নিরাপত্তা সংক্রান্ত। 

ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ, নেদারল্যান্ডস ও ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ভাস্বতী মুখার্জি । তিনি বলেন, শেখ হাসিনাকে নিয়ে ভারত যে প্রকাশ্যে কিছু বলছে না তার প্রধান কারণ হলো পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারিতা। কূটনৈতিক বা স্ট্র্যাটেজিক, সব দিক বিবেচনা করেই ভারত এই সিদ্ধান্ত নিচ্ছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App