×

ভিডিও

ভারতের পশ্চিমবঙ্গে দেখা গেলো রাসেল ও গোলাম ফারুককে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ পিএম

   

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দেখা গেছে সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুক এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে। সম্প্রতি কলকাতার এক্সিস মলে দেখা গেছে সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে। এছাড়াও চোখে পড়ে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে। কয়েকদিন আগে গোলাম ফারুককে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার সময় বিমানবন্দরে আটকে দেওয়ার খবর প্রকাশ করে গণমাধ্যম। তার বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। 

১৯৯১ সালে ১২তম বিসিএস ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেয়া খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে একটি আবেদন জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে।। গত ২০২২ সালের ২৯ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৫তম কমিশনার হিসেবে তিনি দায়িত্ব নিয়েছিলেন। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর দীর্ঘ ৩২ বছর ৮ মাসের কর্মযাত্রা শেষে তিনি অবসরে যান। খন্দকার গোলাম ফারুক ১৯৬৪ সালের ১ অক্টোবর টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার ঘাটানদি গ্রামে জন্মগ্রহণ করেন। 

এদিকে, কানাডায় সম্পদ ও অর্থ পাচার থেকে শুরু করে দেশে মাদক সিন্ডিকেট চালানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে। তাকেও পশ্চিমবঙ্গের কলকাতার শপিংমলে দেখা গেছে বলে সূত্র জানিয়েছে।

ক্লিন ইমেজের অন্তরালে তিনি হয়ে উঠেছিলেন দুর্নীতির বরপুত্র। বস্তুত পিতার ক্লিন ইমেজকে কাজে লাগিয়ে সাবেক স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গড়ে তুলেছিলেন দুর্নীতির এক বিশাল পারিবারিক সিন্ডিকেট। জনসমক্ষে নিজেকে সততার প্রতিভূ হিসেবে তুলে ধরলেও দুর্নীতির মাধ্যমেই গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। জমিয়েছেন কাঁড়ি কাঁড়ি অর্থ সম্পদ। কানাডায় বানিয়েছেন বাড়ি এবং মার্কেট। আমেরিকায় বানিয়েছেন খামারবাড়ি। আর দেশের নানা স্থানে নামে-বেনামে ছড়িয়ে-ছিটিয়ে আছে তার গড়ে তোলা নানা স্থাপনা। ৫ আগস্টের পর আর দেখা যায়নি রাসেলকে। 

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরই মাধ্যমে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। উদ্ভূত পরিস্থিতিতে সরকারের কয়েকজন মন্ত্রী-এমপি, ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাসহ গা-ঢাকা দেন বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই। তাদের মধ্যে কয়েকজন দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App