×

ভিডিও

বিধিনিষেধ ছাড়াই মার্কিন অ-স্ত্র ব্যবহার করতে পারবে ইউক্রেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৪:৪৮ পিএম

   

উত্তর কোরিয়া রাশিয়ার যুদ্ধে যোগ দিলে ইউক্রেনের জন্য মার্কিন অস্ত্র ব্যবহারে নতুন কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হবে না বলে জানিয়েছে মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন। ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই ঘোষণা এসেছে।

আড়াই বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধ রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় সংঘাত সৃষ্টি করেছে। রুশ কর্মকর্তারা বলছেন, এই যুদ্ধ এখন সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করছে।

ইউক্রেনে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন নিয়ে পশ্চিমাদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। তারাও বলছেন, এই যুদ্ধের মাত্রা আরও বাড়তে পারে। রাশিয়াও গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের একটি বার্তা দেওয়ার চেষ্টা করছে। যদি ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরের গভীরে আঘাত করার অনুমতি দেয়, তাহলে সেটাকে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসেবে বিবেচনা করবে মস্কো।

পেন্টাগন জানিয়েছে, পূর্ব রাশিয়ায় উত্তর কোরিয়ার প্রায় ১০ হাজার সেনা প্রশিক্ষণের জন্য মোতায়েন করা হয়েছে। যদিও গত বুধবার এই সংখ্যাটা ৩ হাজার বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনাটি খুব বিপজ্জনক বলে মন্তব্য করেছেন।

পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেছেন, এসব সেনার একটি অংশ ইতোমধ্যেই ইউক্রেনের কাছাকাছি চলে এসেছে। আমরা ক্রমবর্ধমানভাবে উদ্বিগ্ন যে রাশিয়া এই সেনাদের যুদ্ধ বা ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য ব্যবহার করতে চায়।

ক্রেমলিন শুরুতে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে ভুয়া খবর বলে অস্বীকার করেছিল। তবে গত বৃহস্পতিবার পুতিন উত্তর কোরিয়ান সেনাদের রাশিয়ায় থাকার বিষয়টি অস্বীকার করেননি এবং বলেছেন, পিয়ংইয়ংয়ের সঙ্গে তাদের অংশীদারিত্ব চুক্তি কীভাবে বাস্তবায়িত হবে তা মস্কোর নিজস্ব ব্যাপার।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ‘রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনাদের কর্মকাণ্ডের ওপর নজর রাখা হবে বলেও জানান তিনি। 

অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জন কাবরি সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, পূর্ব রাশিয়ার তিনটি সামরিক ঘাঁটিতে উত্তর কোরিয়ার অন্তত তিন হাজার সেনা প্রশিক্ষণ নিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের দৃঢ় বিশ্বাস, চলতি মাসের শুরু থেকে মাঝামাঝি সময়ের মধ্যে উত্তর কোরিয়ার সেনাদের দেশটির ওনসান অঞ্চল থেকে রাশিয়ার পূর্বের শহর ভ্লাদিভস্তকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনটি সামরিক ঘাঁটিতে পাঠানো হয় তাঁদের।

জন কাবরি বলেন, ‘যদি ওই সেনাদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মোতায়েন করা হয়, তবে তাঁদের ওপর হামলা করা যৌক্তিক হবে। দক্ষিণ কোরিয়ার আইনসভার গোয়েন্দাবিষয়ক কমিটির সদস্য পার্ক সুন-ওন বলেন, সেপ্টেম্বর ও অক্টোবরে উত্তর কোরিয়ায় সেনাদের প্রশিক্ষণ নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App