×

ভিডিও

কৃষিপণ্য ছাড়াই ঢাকা গেল বিশেষ ট্রেন, প্রথম দিনেই লোকসান ৯ লাখ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৭:৪৯ পিএম

   

কম খরচে উত্তরাঞ্চলের সবজি, ফুলসহ কৃষিপণ্য দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে কৃষিপণ্য স্পেশাল ট্রেন  চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশন থেকে ২৬ অক্টোবর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ট্রেনটি। তবে যাত্রার প্রথম দিনেই কৃষিপণ্য ছাড়াই রহনপুর ছেড়ে যায় ট্রেনটি।

রহনপুর থেকে ঢাকার দূরত্ব ৩৪৬ কিলোমিটার। ট্রেনটি পরিবহন করতে খরচ হয় ৮ লাখ ৯৬ হাজার ৪৩২। কিন্তু প্রথম দিনে ট্রেনটিতে গেছে মাত্র ১৫০ কেজি ক্যারেট। ফলে ট্রেনটি আয় করেছে মাত্র ৩৬০ টাকা। প্রথম দিনে ট্রেনটিতে লোকসান হয়েছে ৮ লাখ ৯৬ হাজার ৭২ টাকা।

তবে কৃষিপণ্য না যাওয়ায় বৈরী আবহাওয়াকে দুষছেন রেলকর্তৃপক্ষ।

তবে ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। ট্রেনটি ছাড়ার সময় সকালে হওয়ায় তারা সবজি কিনে ট্রেন ধরতে পারবেন না। তাই শিডিউল পরিবর্তনের দাবি তাদের।

রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার খুলনা, বৃহস্পতিবার পঞ্চগড় ও শনিবার রহনপুর থেকে ঢাকায় কৃষিপণ্য নিয়ে যাতায়াত করবে ট্রেনটি। প্রতিদিন ১২০ টন পণ্য আনা-নেয়ার সুবিধা মিলবে এর মাধ্যমে। প্রতি কেজি সবজি ও কৃষিপণ্য বহনে খরচ পড়বে ১ টাকা ৮ পয়সা থেকে ১ টাকা ৪৭ পয়সা।

ট্রেনের অত্যাধুনিক লাগেজ ভ্যানে ফল ও সবজি পরিবহন করা যাবে। এছাড়া রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানে হিমায়িত পণ্য মাছ, মাংস ও দুধ পরিবহন করা হবে।

সড়কপথে রহনপুর থেকে ঢাকার বাজারে পণ্য পাঠাতে খরচ হয় প্রতি কেজিতে দুই থেকে আড়াই টাকা। আর ট্রেনে সব মিলিয়ে খরচ পড়ে যাচ্ছে ৩ টাকারও বেশি। এর সঙ্গে ভোগান্তিতো রয়েছে। এজন্য ট্রেনে পণ্য পাঠাতে আগ্রহ দেখাচ্ছে না ব্যবসায়ীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App