×

ভিডিও

ধর্ষণ মামলায় যেভাবে ফাঁসানো হয়েছিল মামুনুল হককে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৩:৫০ পিএম

   

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হককে অবশেষে খালাস দিয়েছেন আদালত। ২৪ অক্টোবর নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত তাকে খালাস দেন।

মাওলানা মুহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে নির্দোষ ঘোষণা করে খালাস প্রদান করেছেন।

এর আগে তিন বছরেরও বেশি সময় কারাগারে থাকার পর গেল ৩ মে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান মামুনুল হক।

২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাকে ঘেরাও করেন। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান।

এরপর ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে গ্রেপ্তার করা হয় মামুনুলকে। পরে এই ঘটনায় ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন ওই নারী। তবে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক।

ধর্ষণের একটি মামলায় বেশি আলোচিত হলেও মামুনুল হকের নামে মোট ৪১টি মামলা দায়ের করা হয়। যার মধ্যে একটি হত্যা মামলাও ছিল।

আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা সরকার তাকে দমাতে নানা কৌশল অবলম্বন করেন বলেও অভিযোগ হেফাজত নেতাদের। একের পর এক মামলা দিয়ে ফাঁসানো হয়েছিল এই আলেমকে। এরই মাঝে তাকে কারাবরণ করতে হয়েছে ৩ বছর। অবশেষে নিষ্পত্তি হয়েছে তার বিরুদ্ধে করা মামলাগুলো। 

মামুনুল হক বলেন, অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। যখন ন্যূনতম প্রতিবাদটুকু করতে গিয়েছি তখনই আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করা হয়েছে।

আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রোমেল মোল্লা সাংবাদিকদের বলেন, মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি। যার কারণে আদালত মামুনুল হককে নির্দোষ ঘোষণা করে খালাস প্রদান করেছেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, 

মামুনুল হকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার পুরো বিষয়টি যোগসাজসে সংঘটিত হয়েছে। যিনি মামলার বাদী তিনি শারীরিক পরীক্ষা করাতে রাজী হননি, কারণ তিনি স্বীকার করেছেন মামুনুল হক তার বৈধ স্বামী। 

একইসঙ্গে বাদীর ছেলে আব্দুর রহমান সাক্ষ্য দিতে এসে বলে গিয়েছিলেন তার মা মামুনুল হকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের ওপর বলপ্রয়োগ করে মামলা করানো হয়েছিল। আওয়ামীলীগ রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলা করেন। আদালত আমাদের প্রতি ন্যায়বিচার করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App