মুরুব্বি মুরুব্বি উহু উহু বলা ফয়েজীর নাচের ভিডিওর রহস্য কী?

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৮:২১ পিএম
মুরুব্বি মুরুব্বি উহু হুহু। এই শব্দটি এখন ব্যাপক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কোনও একটি মাহফিলে ইসলামিক বক্তা মাওলানা মোস্তাক ফয়েজির মুখে কথাটি প্রথম শোনা যায়। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাই-আগস্টে নেটিজেনদের মুখে ছড়িয়ে পড়ে কথাটি। দেশ ছাড়িয়ে বিদেশেও এই ভিডিওর অংশটি ভাইরাল হয়।
ভিডিওর ক্লিপটি ভাইরাল হওয়ার পর মোস্তাক ফয়েজী একটি গণমাধ্যমকে জানান তিনি যখন বক্তব্য দেন তখন কেউ উঠে চলে গেলে তিনি সেটি ভালোভাবে নেননা। তার চাওয়া তিনি যখন বক্তব্য দিবেন সেটি যেনো সকলেই মন দিয়ে শুনেন। এরপরে তিনি ভাইরাল ভিডিওর ক্লিপটির ব্যাখ্যা করে বলেন তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন ঠিক তখন এক বয়স্ক লোক উঠে চলে যাচ্ছিলো,আর ঠিক তখনি তিনি লোকটিকে বলেন মুরুব্বি মুরুব্বি উহু উহু। এর মানে তিনি বোঝাতে চেয়েছিলেন উঠে চলে যাওয়া যাবে না।
এরপরেই হঠাত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে মুরুব্বি শব্দটির আরও একটি ভিডিও, যেখানে মোস্তাক ফয়েজীর মতই দেখতে একজনকে নাচতে দেখা যায়। সেই নাচের ভিডিওতে ফয়েজীকে রীতিমত তুলোধুনো করছেন নেটিজেনরা।
আবার অনেকেই দাবি করছেন উক্ত ভিডিওর নাচের ব্যক্তিটি মোস্তাক ফয়েজী না। তাকে অপমানিত করতেই কিছু চক্র এমন ডীপ ফেক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়াচ্ছেন।
ভিডিওটি মোস্তাক ফয়েজীর কি না এ বিষয়ে জানতে আমরা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্কেনারের ওয়েবসাইটে খোঁজ করি। কিন্তু রিউমার স্কেনারে মোস্তাক ফয়েজীর বিষয়ে কোনো তথ্য পাবলিশ হয়নি। এছাড়া কোনো স্বনামধন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান এই বিষয়ে কোনোরকম মন্তব্য পর্যন্ত করেনি। তবে ভিডিওটি জুম করে দেখলে স্পষ্টই বোঝা যাচ্ছে যে ভিডিওতে নাচ করা ব্যক্তিটি মোস্তাক ফয়েজী নন।
মোস্তাক ফয়েজী বিভিন্ন মাহফিলে গান বাজনা নাচ বিষয়ে বক্তব্য দিয়েছেন। যেখানে তিনি পুরোপুরিভাবে নাচের বিরোধিতা করে কথা বলেছেন। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তার নাচের ভিডিও। তবে এই নাচের বিষয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি তিনি। এজন্য এই ডীপ ফেক ভিডিও নিয়ে নেটিজেনদের মাঝে ধোয়াশার সৃষ্টি।
মোস্তাক ফয়েজীর বাসা কুমিল্লার দ্বেবীদ্দারে। তিনি নাগাইশ দরবার শরীফের সভাপতি ও মাদ্রাসার সুপার। মুরুব্বি মুরুব্বি উহু উহু ভিডিও ক্লীপ ভাইরালের আগে তার নামডাক সেভাবে ছিল না। কিন্তু ভিডিওটি ভাইরালের পরপরই সারাদেশে জনপ্রিয়তা লাভ করেন তিনি। মূলত সোশ্যাল মিডিয়ায় তার এই কথার জন্য দেশ ছেড়ে বিদেশেও জনপ্রিয়তা লাভ করেন ফয়েজী। নেটিজেনরা ফানি ভিডিও, টিকটক, রিলসে তার এই কথাটি জুড়ে দিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমত স্বরগম রেখেছেন।