বিতর্কিত সব পোস্ট দিয়ে তীব্র কটাক্ষের শিকার অভিনেত্রী শাওন

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১২:৪০ পিএম
কথাশিল্পী হুমায়ুন আহমেদের ২য় স্ত্রী মেহের আফরোজ শাওন। ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের নানা সমালোচনায় তাকে দেখা গেছে। প্রধান উপদেষ্টা ড. ইউনুসের রিসেট বাটন কথা নিয়েও ব্যাঙ্গ করে পোস্ট দেন তিনি। সম্প্রতি ৭ ই মার্চকে জাতীয় দিবস হিসেবে বাতিল করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন শাওন। এবার বঙ্গবন্ধুর ছেলে শেখ রাসেলকে নিয়ে একটি পোস্ট শেয়ার করায় বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী।
শাওনের পোস্টটিতে লেখা ছিল, ‘একটি মানুষ, একটি ছবি। যে আর কখনোই বড় হবে না। সময়ের নিষ্ঠুর নিয়মের কাছে তার বয়স বন্দি হয়ে গেছে। ৬০তম জন্মদিনে এসেও সে ছোট্ট বাবুটি হয়ে আছে। কোনো কিশোরী মেয়ে তার প্রেমে পড়েনি, তার জন্য লুকিয়ে লুকিয়ে চিঠি লেখেনি। কোন যুবতী মেয়ে তাকে পাবার আসায় ঘর ছাড়েনি। আবার তার রক্ত বীর্যেও কারও সৃষ্টি হয়নি। জন্মের এতদিন পার হয়ে গেলেও সে শিশুই রয়ে গেছে। সময়ের নিষ্ঠুর থাবায় সেদিন যে ছেলেটির বয়স বন্দি হয়ে গিয়েছিল সেই পিচ্চি শেখ রাসেলের আজ জন্মদিন। শুভ জন্মদিন বাবু। তুমি নেই, কিন্তু তুমি আছো।
এই পোস্ট দেয়ার পরেই রিয়েকশন, কমেন্ট আর শেয়ারের বন্যা বয়ে যায়। ৩১ কে মানুষ হাহা রিয়েক্ট দিয়েছে এখন পর্যন্ত। নেটিজেনদের তোপের মুখে পড়েন শাওন। অনেকেই তাকে আওয়ামী লীগের অন্ধভক্ত বলে দাবি করছে।
শাওনের এই পোস্টের পর সাদিয়া মৌ নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘মেহের আফরোজ শাওন শেখ রাসেলকে নিয়ে যে দরদ ভরা রচনা দিলেন, সেটা পড়ে মনে হলো খুব ভালোবাসা নিয়ে পোস্টটা দিয়েছেন। শেখ রাসেল অল্প বয়সে মারা যাওয়ায় সে খুবই হতাশ। জুলাইয়ের আন্দোলনে ছাদে গুলি খেয়ে মারা যাওয়া ছোট্ট বাবুটার কথাটা কি সে ভাবেনা? গোলাম সারওয়ার অনিক নামের একজন মন্তব্য করেছিলেন, ‘ছাদে হেলিকপ্টারে গুলি খাওয়া রিয়ার ব্যাপারেও আপনার এমন পোস্ট চাই।’
ওই পোস্টের পর তসলিমা নাসরিন ও চঞ্চল চৌধুরীর সঙ্গে শাওনের তোলা একটি পুরোনো ছবি শেয়ার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাইয়্যেদ আব্দুল্লাহ লিখেছেন, শাওনের কাজকর্ম দেখে অনেকেই তাকে তসলিমা নাসরিনের সঙ্গে রিলেট করে অনুমান করা শুরু করেছেন। আপনাদের অনুমান যে শুধুই অনুমান নয়, বরং সত্যি ঘটনা এটা হলো তার প্রমাণ!