রাজনীতি করেছে বলেই কি সাকিব-মাশরাফি খুনি, প্রশ্ন কোচ সালাউদ্দিনের

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৩:৪৭ পিএম
দেশিয় ক্রিকেট কোচদের মধ্যে মোহাম্মদ সালাউদ্দিনের পরিচিতি বা গ্রহণযোগ্যতা সর্বজনবিদিত। সামাজিক মাধ্যম বা সংবাদ সম্মেলনে অকপট কথা বলার জন্যও তার ‘খ্যাতি’ রয়েছে। এবার সামাজিক মাধ্যম ফেসবুকে দেশের দুই শীর্ষ ক্রিকেট তারকার জন্য ঢাল হলেন তিনি।
সাকিব আল হাসানের দেশে এসে শেষ আন্তর্জাতিক টেস্ট খেলা নিয়ে নাটকীয়তা ছিল বেশ কয়েকদিন ধরে। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। এ নিয়ে নেটিজেনদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এবার সাকিবকে নিয়ে কথা বললেন তার ছোটবেলার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ঘরোয়া ক্রিকেটের অন্যতম এই জনপ্রিয় কোচ টেস্ট থেকে সাকিবের অবসর দেখতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন নিজের ফেসবুক পোস্টে। সালাউদ্দিন লিখেছেন, ‘দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কখনোই এতো রাগ বা কষ্ট লাগে নাই, আজ কেন যেন লাগছে। আমরা মানুষ কি কখনও নিজেরা ভুল করি না? কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ দেওয়া উচিৎ, কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি মানুষ হিসেবে, দয়া-মায়া জিনিসটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে।’
সাকিব এবং মাশরাফি বিন মুর্তজা উভয়েই আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ার পাশাপাশি ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে নীরব থাকায় মানুষের রোষানলে পড়েছেন। দুজনের বিরুদ্ধেই বিক্ষোভ দেখা গেছে সাম্প্রতিক সময়ে। এমনকি তাদের দল থেকে বাদ দেওয়ার দাবিও উঠেছে।
তবে সালাউদ্দিনের মতে বাংলাদেশের এই দুই তারকা খুনি হতে পারেন না, এমনকি তারা অনেককে সহায়তাও করেছেন, ‘একটা মানুষ দেশের জন্য ১৭টা বছর কিছু না কিছু করেছে, আজ ক্রিকেটবিশ্ব আমাদের একটু সম্মান করে কাদের জন্য? তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না। রাজনীতি করছে বলে এরা খুনি? এদের সাথে মিশেছেন? এরা কত মানুষের ভাত-কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে জানেন আপনি? এরা কত অসহায় মানুষের চিকিৎসা করাইছে সেটা কী জানেন?’
সামাজিক যোগাযোগমাধ্যমে কোচ সালাউদ্দিনের এই পোস্ট নিয়ে নেটিজেনদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই তার এই যুক্তিকে সমর্থন জানিয়েছেন। তবে অনেকের কাছে সাকিব, মাশরাফিকে সমর্থন দেয়ার ব্যাপারটিকে ভিন্নভাবে দেখছেন। হাসানুজ্জামন ওভি নামে একজন লিখেছেন, ঠিক আছে জনগণ অনুতপ্ত, শেখ হাসিনা কে আরেকবার সুযোগ দিক তাহলে, কি বলেন? সুযোগ দিলে কি হবে আপনি নিজেও জানেন না!কিছু ভুল সব ভুলের মত না! যখন রাজনীতিতে গেছিলো, তখন আপনারা কই ছিলেন, নিষেধ করেন নি কেন?