×

ভিডিও

কত খরচে মেরামত হল মিরপুর-১০ মেট্রো স্টেশন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৫:০৩ পিএম

   

গেল ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনে দুর্বৃত্তরা ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে মেট্রোরেলের মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে। এ সময় স্টেশন দুটি পুড়িয়ে দেওয়া হয়।

স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিন, মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ সবকিছু ভাঙচুর করা হয়। 

বিগত সরকারের সময় বলা হয়েছিল স্টেশন দুটি মেরামত করতে সময় লাগবে এক বছর। খরচ হবে ৩৫০ কোটি টাকার মতো।

এরপরই দীর্ঘ সময়ের জন্য অনিশ্চিত হয়ে যায় মেট্রোরেল চলাচল। ৩৭ দিন বন্ধ থাকার পর গত ২৫ আগস্ট আবার চালু হয় মেট্রোরেল। বন্ধ থাকে মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশন।  তবে একবছর নয় মাত্র ২৬ দিনের মাথায় চালু হয় কাজীপাড়া স্টেশন।

এর আড়াই মাস পর চালু হয় মিরপুর-১০ নম্বর স্টেশনটি। ১৫ অক্টোবর সকাল থেকে এ স্টেশন থেকে যাত্রীরা মেট্রোরেলে ওঠানামা করতে পারছেন। 

মিরপুর-১০ স্টেশনের যন্ত্রপাতি মেরামত ও প্রতিস্থাপনে মোট ১ কোটি ২৫ লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সকালে স্টেশন পুনরায় চালু করার কার্যক্রম উদ্বোধনকালে এ সব কথা বলেন তিনি।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ জানান, কাজীপাড়া স্টেশন মেরামতে প্রাথমিকভাবে খরচ হয়েছে ২০ লাখ ৫০ হাজার টাকা। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ স্টেশনের যন্ত্রপাতি মেরামত ও প্রতিস্থাপনে ১ কোটি ২৫ লাখ টাকা খরচ হয়েছে।

আগামী শুক্রবার থেকে দুই মিনিট করে কমানো হচ্ছে হেডওয়ে, এখন থেকে শুক্রবারে চলা ৬০টির ট্রেনের পরিবর্তে ৭২টি ট্রেন চলাচল শুরু করবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App