×

ভিডিও

ইরানে হামলা চালানো নিয়ে ইসরায়েলের গোপন ফোঁনালাপ ফাঁস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০২:৪২ পিএম

   

গত ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর জবাব কীভাবে দেওয়া হবে তা নিয়ে গত সপ্তাহে টেলিফোনে আলাপ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তেল আবিব কিংবা হোয়াইট হাউস কেউই এ ফোনালাপ সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট ওই ফোনালাপ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে দুই মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনা ফাঁস করা হয়েছে।

ওই দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরানের পারমাণবিক কিংবা তেলের স্থাপনায় হামলা করবে না ইসরায়েল। শুধু সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে দেশটি। টেলিফোনে নেতানিয়াহু বাইডেনকে এমনটাই বলেছেন।

ওই টেলিফোন আলাপ সম্পর্কে অবহিত একজন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী সম্মত হয়েছেন যে ইরানে হামলার পরিকল্পনা এমনভাবে করা হবে যাতে আসন্ন মার্কিন নির্বাচনের ওপর কোনও প্রভাব না পড়ে। কারণ তেলের স্থাপনার ওপর হামলা হলে তেলের দাম বেড়ে যেতে পারে। এর ফলে তেল কিনতে বেশি অর্থ খরচ করতে হবে মার্কিনিদের। এতে মার্কিন ভোটাররা অসন্তুষ্ট হতে পারে এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভোটের মাঠে ক্ষতির মুখে পড়তে পারেন।

তবে ৫ নভেম্বর মার্কিন নির্বাচনের আগেই ইরানে হামলা চালাতে চায় ইসরায়েল। কারণ ইসরায়েল দুর্বল, এমন ধারণা এড়াতে ইরানে হামলা করা জরুরি বলে মনে করেন নেতানিয়াহু। ওই কর্মকর্তা আরও বলেন, ইসরায়েলের এমন পরিকল্পনার প্রেক্ষাপটে জো বাইডেন ইসরায়েলকে তার জবাব যথাযথভাবে সমন্বিত করতে অনুরোধ করছেন, যাতে মধ্যপ্রাচ্যে একটি ব্যাপক যুদ্ধ শুরু না হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ওই কর্মকর্তার মতে, বাইডেন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার বিরোধিতা করেছেন। একই সঙ্গে জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনার ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। 

বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গত এক বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে। তবে এবারেরটি সবচেয়ে ভয়াবহ। গত কয়েক দিন আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। জবাবে ইরান ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা করেছে।

এই হামলার জবাবে ইসরায়েল শিগগির 'মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা' চালানোর অঙ্গীকার করেছে। আর সেই হামলার প্রতি 'পূর্ণ সমর্থন' জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে সেই হামলার পরামর্শ দেন বায়ডেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App