×

ভিডিও

যে কারণে শান্তিতে নোবেল পেল জাপানের সংগঠন নিহন হিদানকিও

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৭:০৫ পিএম

   

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে জাপানের সংগঠন নিহন হিদানকিও। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের লক্ষ্যে কাজ করে এ পুরস্কার পেল সংগঠনটি। পুরস্কার পাওয়ার পর সংগঠনটি নিয়ে আগ্রহ জন্মেছে। কী কারণে নোবেল পেল এই সংগঠনটি তা নিয়ে চলছে আলোচনা। 

১৯৪৫ সালে পরমাণু বোমা নিক্ষেপের পর জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহর দু'টি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বে আমেরিকার এই একটি সিদ্ধান্ত জাপানের কয়েক প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করেছিল। সে সময় হিমাকুশা নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিল পরমাণু বোমা নিক্ষেপে বরাত জোরে বেঁচে ফেরা মানুষজন। সেই প্ল্যাটফর্মই পরবর্তীতে 'নিহন হিদানকিও' হিসেবে আত্মপ্রকাশ করে। সংস্থাটি পরমাণু অস্ত্র ব্যবহারের বিরোধিতায় নিরন্তর কাজ করছে।

সংগঠনটি গঠিত হওয়ার পর থেকেই পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে কাজ করে করে চলেছে। আর আজ এমন সময় এই সংগঠনটিকে নোবেল শান্তি পুরস্কার দিচ্ছে কমিটি যখন চলতি বছর বিশ্বজুড়ে পারমাণবিক বোমা নিয়ে চরম  উত্তেজনা বিরাজ করছে বিশ্বে।  দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গত ৮০ বছরে অনেক যুদ্ধ হয়েছে। কিন্তু কোনও যুদ্ধে কোনও দেশই আর পরমাণু অস্ত্র ব্যবহারের সাহস দেখায়নি।

এ ব্যাপারে নরওয়েজিয়ান নোবেল কমিটি বলছে, ‘এই পুরস্কারের মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে, পারমাণবিক অস্ত্র আর কখনো ব্যবহার করা উচিত নয়। নোবেল কমিটি আরও বলছে, ‘একদিন, হিরোশিমা এবং নাগাসাকি থেকে বেঁচে যাওয়া পারমাণবিক বোমারা ইতিহাসের সাক্ষী হিসেবে আর আমাদের মধ্যে থাকবে না। কিন্তু তাদের স্মরণে একটি শক্তিশালী সংস্কৃতি জাপানের নতুন প্রজন্ম তাদের অভিজ্ঞতা এবং বার্তাকে এগিয়ে নিয়ে যাবে।’

হিবাকুশা শান্তিতে নোবেল পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ড্যান স্মিথ। তিনি বলেন, ‘যেমন সোভিয়েত এবং মার্কিন নেতা গর্বাচেভ এবং রেগান ১৯৮৫ সালে বলেছিলেন, পারমাণবিক যুদ্ধ কখনই জেতা যায় না এবং কখনো লড়াই করা উচিত নয়। হিবাকুশা প্রতিদিন আমাদের সেটিই মনে করিয়ে দেয়।’

নোবেল কমিটি পারমাণবিক নিষেধাজ্ঞা বজায় রাখতে সাহায্য করার জন্য নিহন হিডানকিওর প্রশংসা করেছেন। বলেছেন, ‘মানবতার জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের পূর্বশর্ত এটি। গত প্রায় ৮০ বছরে যুদ্ধে কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়নি। এই বছরের পুরস্কারটি দেওয়া হয়েছে যখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা চাপের মধ্যে রয়েছে।

নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, চলতি বছরে নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৬টি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে ১৯৭টি ব্যক্তিগত সম্মাননার জন্য আবেদন ছিল এবং বাকি ৮৯টি ছিল প্রতিষ্ঠানের সম্মাননার জন্য আবেদন। সকলের মধ্যে থেকে নোবেল কমিটি এ বছরের জন্য বেছে নিয়েছে পরমাণু বোমা নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠানকে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App