নলছিটিতে কৃষি কর্মকর্তা সানজিদা বদলীতে মিষ্টি বিতরণ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৪৯ পিএম
ঝালকাঠির নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদা আরা শাওন বরগুনা বদলীর খবরে স্থানীয় কৃষকদের মাঝে মিষ্টি বিতরণ করেন এলাকাবাসী। আজ ৬ অক্টোবর সকালে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শাওনের বদলী তথ্য নিশ্চিত করে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষি অফিসার সানজিদ আরা শাওনের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাৎ, ভুয়া নামে প্রকল্প দাখিল ও প্রান্তিক কৃষকদের নামে বরাদ্দকৃত প্রণোদনা বিক্রিসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে এসব অনিয়ম দুর্নীতির দায়ে তার নলছিটি থেকে অন্যত্র বদলী দাবি করেছিলেন।
কিন্তু তার স্বামী বিগত সরকারের একটি প্রভাবশালী পেশাজীবী সংগঠনের নেতা হওয়ায় তার প্রভাবে স্ত্রী শাওন রয়ে গেছেন বহাল তবিয়াতে।
বর্তমান অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর বিগত সরকারের মদদপুষ্ট দুর্নীতিবাজ কর্মকর্তাদের অন্যত্র বদলী কার্যক্রম শুরু হওয়ায় ভুক্তভোগীদের দাবি ছিল দুর্নীতিবাজ এ কর্মকর্তার নলছিটি থেকে বদলী।
এ বিষয় সদ্য বদলী হওয়া উপজেলা কৃষি অফিসার সানজিদ আরা শাওন জানান, তার বদলী সরকারের একটি চলমান প্রক্রিয়া। তার সময়ে উপজেলা কৃষি অফিসে কোন অনিয়ম দুর্নীতি হয়নি। যারা নিয়মবহির্ভূত কাজ করতে বাঁধার সম্মুখীন হয়েছে তারাই অতি উৎসাহী হয়ে এসব কর্মকাণ্ড করছে।