যেভাবে পৃথিবীকে স্বর্গ বানিয়েছেন রাশেদ সাইফ বেলহাসা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১১:১৯ এএম
আরব-আমিরাত মানেই টাকার খনি, কত কত ধনী ব্যক্তিদের বাস সেখানে। তেমনই একজন ধনকুবেরের কথা বলব। নাম রাশেদ সাইফ বেলহাসা। দুবাই কনস্ট্রাকশন বিলিয়নেয়ার সাইফ আহমেদ বেলহাসার ছেলে। তবে, একজন বিলিয়নিয়ার বাবার ছেলে পরিচয়ে তিনি বেড়ে ওঠেননি, বরং তাকে সবাই নিজ পরিচয়েই চেনে। নিজের পরিচয়েই হয়ে উঠেছেন বিশ্বখ্যাত। আরব আমিরাতের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার রাশেদ।তার বিলাসিতার গল্প কল্পনাকেও হার মানাবে। বেলহাসা ’মানি কিকস’ নামেও পরিচিত তিনি।
১৯ বছর বয়সী বেলহাসাকে দেখলে মনে হতে পারে সাধারণ এক ছেলে। তবে সাধারণ ছেলের ইনস্ট্রাগ্রামে একবার ঢু মারলে যে কারো চোখ ছানাবড়া হয়ে উঠবে। কারণ এমন কোন বিখ্যাত লোক নেই, যার সাথে বেলহাসার ঘনিষ্ঠ ছবি দেখা যায়নি। বলিউড, হলিউড থেকে শুরু করে লিওনেল মেসি, শাহরুখ খান এবং সালমান খান, কে নেই তার পাশে দাঁড়িয়ে? তার বিলাসিতার বর্ণনা রুপ কথার গল্পের মতো। ১৫ বছর বয়স থেকেই সে দারুণ জনপ্রিয় হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়।
বিলাসিতার জন্যই মূলত বেশি জনপ্রিয় তিনি। জানা যায়, বড় বড় তারকারা বেলহাসার মেনশনে যেতে পেরে নিজেকে ধন্য মনে করেন। তারা আলাদা অ্যাপয়েনমেন্ট নিয়েই বেলহাসার সাথে দেখা করেন। দুবাইয়ের এই ছেলেটি এতই ধনী, রাজার মতো উড়তে তিনি এয়ারবাস ৩৮০-এ ফ্লাইটের জন্য ১৯ লাখ টাকা খরচ করেছেন। তবে তার পছন্দের তালিকায় বিমান নয় বিভিন্ন ব্রান্ডের জুতা। বিশ্ব বিখ্যাত সব ব্রান্ডের জুতা রয়েছে তার সংগ্রহে। তার কালেকশনেই রয়েছে ১ মিলিয়ন মার্কিন ডলারের জুতা। বাড়িতে শুধু জুতো রাখার জন্যই একটি ফ্লোর রয়েছে তার।
মানুষ ভালবেসে কত ধরনের পোষা পাখি পোষেন, আর এই ছেলেটি তার চিড়িয়াখানায় বাঘ, সিংহ পুষেন। তাদের সাথে সময় কাটাতে ভালোবোসে বেলহাসা। শুধু বেলহাসায় নয়, বিশ্বের নামিদামি তারোকারাও তার চিড়িয়াখায় সময় কাটাতে আসে।
বাবার টাকা আর খ্যাতির জন্য তিনি যা চেয়েছেন তাই অর্জন করে নিয়েছেন। নামি দামি সব তারকাদের যখন তখন খাম খেয়ালিভাবে তার কাছে ডেকে নেন এই ধন কুবের। তার ডাকে সাড়া দিতে পেরে সবাই নিজেকে ধন্য মনে করেন। রাশেদের পরিবার থাকে দুবায়ের বিলাশবহুল এক বাড়িতে। বাড়িটি এত বিশাল যে বাড়িটিকে অনায়াসে ব্যবহার করা যায় একটি গল্ফ ক্লাব হিসেবে।
দামি গাড়ির কথা তো না বললেই নয়, বিশ্বে সবচেয় দামি গাড়ি ফেরারির একটি এডিশন রয়েছে তার কাছে। যে গাড়িতে তিনি স্বর্ণের প্রলেপ করিয়েছেন। যখন তিনি সেটা কেনেন তখনও তার বয়সের কারণে রাস্তায় গাড়ি চালানোর অনুমতি ছিলো না। তাকে দেখে রাখার জন্য আছে দামি বডি গার্ডও। এই এক শহরেই রয়েছে বেলহাসার মত আরো অনেক ধনকুবের সন্তান, যাদের দেখলে মনে হবে টাকা খরচ করার জায়গার অভাব তাদের।