×

ভিডিও

এত জনপ্রিয়তার পরও আজহারীর দেশ ছাড়ার কারণ কী ছিল?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৫:১৩ পিএম

   

দীর্ঘদিন পর দেশে ফিরেছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। বিশ্ববরেণ্য ইসলামি এই বক্তা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য একজন বক্তা। একটা সময় যখন তিনি ওয়াজ-মাহফিল করতেন, তখন সেখানে লাখ লাখ মানুষের ভিড় লেগেই থাকতো। দীর্ঘ সাড়ে চার বছর পর নিজ দেশের মাটিতে পা রাখতে পেরে বেশ উস্বসিত তিনি।

বুধবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, সহি-সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর নিবেদন।

এদিকে দেশবরেণ্য এই বক্তা দেশে আসাতে তার ভক্তরাও তাকে সাদরে গ্রহণ করেছেন। এই পোস্ট দেয়ার পরপরেই মুহুর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় দেড় মিলিয়ন রিয়েকশন পড়েছে তার এই পোস্টে। ১ লাখ ৭০ হাজারেরও বেশি  শেয়ার এবং লাখো মানুষ কমেন্ট করেছে তার মন্তব্যের ঘরে। 

সমন্বয়ক সারজিস আলম  লিখেছেন, মাতৃভূমিতে স্বাগতম ৷ দেশের আরেক জনপ্রিয় বক্তা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তাকে স্বাগতম জানিয়ে লিখেছেন, আহলান সাহলান মারহাবা! আল্লাহ তায়ালা আপনার আগমনকে নিরাপদ করুন। আপনার দ্বারা ইসলামের আলো দিক দিগন্তে ছড়িয়ে দিন।

এর আগে গত ৬ আগস্ট শিগগিরই দেশে ফিরছেন বলে জানান মাওলানা মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই ভিডিও বার্তায় তিনি বলেন, অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব। 

আমি তাদের বলেছি, দ্রুতই দেশে ফিরব। আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও। শিগগিরই সাম্য, মানবিকতার মুক্ত-স্বাধীন, বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি। তখন তিনি এক ফেসবুক পোস্টে জানান, পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন।

তিনি লেখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগামের ইতি টানতে হচ্ছে। তাই, মার্চ পর্যন্ত আমার বাকী প্রোগ্রামগুলো স্থগিত করা হল। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App