কাকে কেটে ফেলার হুমকি দিলেন সোহানা সাবা?

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১১:১৯ এএম
দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সোহানা সাবা। ছোট পর্দা, ওটিটি প্ল্যাটফর্ম কিংবা বড় পর্দায় তিনি অভিনয় করছেন সমান তালে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। তবে এই অভিনেত্রীর জীবনে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আওয়ামীপন্থি অভিনয় শিল্পীদের নিয়ে গঠিত ‘আলো আসবেই’ গ্রুপে উস্কানিমূলক কিছু আলোচনার কারণে ব্যাপক সমালোচিত হন এই অভিনেত্রী।
বিভিন্ন সময় আওয়ামী লীগের ব্যানারে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করেও বহুবার নেটিজেনদের সমালোচনার শিকার হয়েছেন সোহানা সাবা। গেল ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় পরোক্ষভাবে দেওয়া বেশ কিছু স্ট্যাটাসে সমালোচকদের উদ্দেশ্যে কিছু বার্তা দিচ্ছেন তিনি। সম্প্রতি এক স্ট্যাটাসে এই অভিনেত্রী জানান, তিনি এমন কিছু করেননি। বরং তার আইডি হ্যাক করার চেষ্টা থেকে এসব করা হচ্ছে। অপর একটি স্ট্যাটাসে কিছু মানুষকে উদ্দেশ করে সোহানা সাবা লেখেন- ‘কিছু অভাগা, যারা গত ১৮ বছর ধরে আমাকে ফলো করে আসছেন, ইনবক্সে নক করছেন আর ফ্রেন্ডলিস্টে একটু জায়গা পেতে আমাকে রিকোয়েস্ট করে আসছেন— তারা আমার হ্যাক হওয়া আইডি থেকে পাওয়া গ্রুপ ইনভাইটেশন পেয়ে যারপর নাই পুলোকিত!’
অভিনেত্রী লেখেন- তাদের ছ্যাঁচড়ামির বড় প্রমাণ দিতে তারা রিকোয়েস্টের স্ক্রিনশট পোস্ট করে হেভি লাইক কমেন্ট কামানোর ব্যাপারে উৎসাহী। হ্যাঁ ভাই, হ্যাঁ আপনি অনেক বড় ‘লায়েক’! সবশেষ অভিনেত্রী যোগ করেন- ‘যদিও আমি নিশ্চিত, আমার ভাই অথবা এরকম অনেক সুদর্শন ও সুশিক্ষিত সুপুরুষ হলে এটুকুতে নিজের আত্মসম্মান খোয়াতে যেত না! সে যাই হোক।’
আরও একটি পোস্টে সবাইকে সতর্ক করে দিয়ে সোহানা সাবা লেখেন, ‘আপনার কিছু বলার থাকলে অবশ্যই বলবেন, অবশ্যই লিখবেন। নিজের সোশ্যাল মিডিয়া ওয়ালে লিখবেন। আমার কমেন্ট বক্সে এসে লিখে নিজের লাইক-কমেন্ট- শেয়ার বাড়াতে চাইলে আপনাকে কট করে কেটে দেব।’
এছাড়া গেল মাসে ভোরের কাগজের অনুসন্ধানে বেরিয়ে আসে যে- কাছের লোকদের মুখ থেকে দেহ ব্যবসার অভিযোগ ওঠায় রাজধানীর ধানমণ্ডি থানায় একটি জিডি করেছিলেন অভিনেত্রী সোহানা সাবা। সেই ঘটনার বিশ্লেষণ করতে গিয়ে ভোরের কাগজ এই অভিনেত্রীর ব্যাপারে আরও অনেক কিছুরই ইঙ্গিত পায়। সেটা নিয়েও সারাদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।