×

ভিডিও

কাউন্সিলরসহ দুই মেয়র আত্মগোপনে, বিপাকে নগরবাসী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৮ পিএম

   

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অনেকটাই স্থবির হয়ে পরে দুই সিটির নাগরিক সেবা। মামলা ও হামলার ভয়ে অধিকাংশ ওয়ার্ড কাউন্সিলর এখন পলাতক।

জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন নাগরিকরা। জাতীয়তা, চারিত্রিক, উত্তরাধিকার ও জন্ম-মৃত্যু সনদ এবং জন্ম নিবন্ধন সংশোধন, ওয়ারিশ ও প্রতিবন্ধী ভাতা সত্যায়িতকরণের মতো  ‍আরো কিছু থেকে বঞ্চিত সিটির বাসিন্দারা।

ঢাকা উত্তর কাউন্সিলর কার্যালয়ে গিয়ে দেখা যায়, ভাঙচুর চালানোর কারণে অধিকাংশতেই তালা ঝুলছে। স্থানীয়রা বলছেন, ৫ আগস্টের পর থেকেই কার্যালয় বন্ধ রয়েছে।

মিরপুর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে গিয়ে দেখা যায় কাউন্সিলর অফিসের সচিব ছাড়া আর কেউ নেই সেখানে। বসে থাকতে দেখা যায় সেবা নিতে আসা সাধারণ জনগণকে। এমন কী টাকা ছাড়া কোনো কাজ হয় না সেখানে। টাকা না দিলে বিভিন্ন আইন দেখিয়ে দিনের পর দিন কাজ না করে হয়রানির স্বীকার করেন সোহেল নামের এক কম্পিউটার অপারেটর। 

৯, ১০, ১১ সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতির অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। গত ৫ আগস্টের পর থেকে তিনিও পলাতক রয়েছে। বিপাকে পরেছে সেবা নিতে আসা স্থানীয় এলাকাবাসী। এমন কী তাকে নিয়ে এলাকাবাসীর রয়েছে অনেক ক্ষোভ। দারুসসালাম আহমেদ নগরে খাল পারাপারে বছরের পর বছর নৌকা দিয়ে পার হতে হয় সেখানকার মানুষদের। প্রতিবার পার হতে নৌকা ভাড়া দিতে হয় ৫ টাকা। কয়েকহাজার মানুষ প্রতিদিন আসা যাওয়া করেন সেখান দিয়ে । তিনি সবাইকে এই খালের মধ্যে ব্রিজ করে দিবে বলে বছরের পর বছর ঘুরিয়েছেন। 

ঢাকা উত্তর সিটির কিছু কার্যালয়ে জন্ম ও মৃত্যু সনদসহ অন্যান্য কার্যক্রম কিছু চললেও অধিকাংশ কাজকর্ম করা যাচ্ছে না। 

৯ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে গিয়েও পাওয়া যায়নি মুজিব সারোয়ার মাসুমকে। সেও পালিয়েছে। সেখানকার সকল কাজকর্ম মিরপুর ১০ এর অঞ্চল-৪ থেকে পরিচালিত হয়। আর সেখানে গিয়ে তাদের না পেয়ে ঘুরে আসতে হচ্ছে অনেককে। 

এই বিষয়ে কথা বলতে গেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ৪ এর  প্রশাসনিক কর্মকর্তা তুফানী লাল রনিদাস এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।

মশক নিধন, পরিচ্ছন্নতাকর্মীদের কাজের তদারকি এবং টিসিবির পণ্য বিতরণের কাজও পরিচালিত হয় কাউন্সিলরের কার্যালয় থেকে। তাই এসব সমস্যার আশু সমাধান চান নাগরিকরা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App