×

ভিডিও

বায়তুল মোকাররমে হামলা চালানো খতিবের আসল পরিচয় ফাঁস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯ পিএম

   

এই চিত্র জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের। শুক্রবার জুমার নামাজের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মসজিদের ভেতরে ভাঙচুরও চালানো হয়। অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক কারণে বায়তুল মোকাররম প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি দেখা গিয়েছিল। তবে মসজিদের ভেতরে এমন ভাঙচুর ও হামলার ঘটনা নজিরবিহীন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। মসজিদের ভেতরে এ ধরনের ঘটনা ব্যাপক সমালোচনারও জন্ম দিয়েছে। এ ঘটনার জন্য ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের নিয়োগ দেয়া খতিব রুহুল আমিনকেই দায়ী করছে মুসল্লীরা। 

ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকারের ক্ষমতা হারানোর পর থেকে বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ রুহুল আমীন আত্মগোপনে যান।একজন চুক্তিভিত্তিতে নিয়োজিত ব্যক্তি পালিয়ে গেলে তার চুক্তি বাতিল করে দিবে এটি স্বাভাবিক নিয়ম। কিন্তু পালিয়ে যাওয়ার এক মাস পরেও কেবলমাত্র একটি কারণ দর্শানোর নোটিশ দিয়ে চুপ থাকেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 

প্রায় দুই মাস পর শুক্রবার মসজিদে আসেন রুহুল আমীন। এরপর যা ঘটেছে এতমধ্যে তা সবার জানা। কিন্তু প্রশ্ন হচ্ছে হাসিনা সরকারের নিয়োগ দেয়া খতিব রুহুল আমিন আসলে কে, কিভাবে নিয়োগ পেলেন জাতীয় মসজিদের খতিব হিসেবে?

মুফতি রুহুল আমীন ১৯৬২ সালের ১২ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছদর সাহেব খ্যাত আল্লামা শামছুল হক ফরিদপুরী। তিনি ঐতিহ্যবাহী গওরহাডাঙ্গা মাদরাসায় প্রাথমিক শিক্ষাসহ হিফজ শেষ করেন। এরপর দাওরায়ে হাদিস ও ইফতাসহ উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন বলে জানা গেছে। রুহল আমীন ২০০৩ সাল থেকে গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম অর্থাৎ প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

২০২২ সালের ৩ ফেব্রুয়ারি বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিনের ইন্তেকালের পর নতুন খতিব খোঁজে হাসিনা সরকার। ঠিক সেই সময় প্রস্তাবনা আসে মুফতি রুহুল আমিনের নাম। যিনি  ২০১৮ সনের ৪ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেন। এ উপাধি দেয়ার কিছু দিন পর তিনি পুরষ্কারস্বরুপ ২০২২ সালের ৩১ মার্চ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব লাভ করেন।

রুহুল আমিনের আওয়ামী লীগের সাথে সখ্যতা অনেক আগেই। মাওলানা মো.রুহুল আমিন ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চেয়েচিলেন। নৌকা প্রতীক নিয়ে এলাকায় পোস্টারও লাগান তিনি। কিন্তু দল থেকে তাকে নমিনেশন দেয়া হয়নি। এরপর নির্বাচনী দৌঁড় থেকে সরে দাঁড়ান এই রুহুল আমিন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App