×

ভিডিও

যেভাবে সেলসম্যান থেকে কালোটাকার মহারাজা হলেন সায়মুম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ পিএম

   

এক যুগ আগে নারায়ণগঞ্জের ফতুল্লার বটতলা এলাকায় বাবার সিমেন্টের দোকানের ব্যবসা দেখাশোনা করতেন সৈয়দ আহসান উদ্দিন আহমেদ সায়মুম। এর দুই বছর পর ঢাকায় এসে চাকরি শুরু করেন মোটরসাইকেলের শোরুমে। মাত্র ২০ হাজার টাকা বেতনে চাকরি জীবন শুরু করা সেই সায়মুম মাত্র এক দশকেই হয়ে গেছেন শতকোটি টাকার মালিক। গুলশান ও উত্তরায় দুটি আলিশান ফ্ল্যাট এবং দুটি অফিস, পাঁচতারকা মানের হোটেলের শেয়ার, কোটি টাকা মূল্যের মার্সিডিজ, রেঞ্জরোভারের মতো একাধিক গাড়ি, ফতুল্লাতে একাধিক ভবন, কয়েক বিঘা জমিসহ অঢেল সম্পদ রয়েছে তার। শুধু দেশেই নয়, অর্থ পাচারের মাধ্যমে দুবাইয়েও ব্যবসা প্রতিষ্ঠান গড়েছেন এককালের সেই সেলসম্যান?

অভিযোগ রয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের আশীর্বাদে নিয়োগ বাণিজ্য, রাশিয়া থেকে গম ও বিমানসহ বিভিন্ন কেনাকাটায় মধ্যস্থতা করে কমিশন নিয়ে অঢেল সম্পদ গড়ে তুলেছেন সায়মুম। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে আত্মগোপনে চলে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। আর দুর্নীতির দায়ে অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর তো দেশ ছেড়েছেন আরও আগে। এই দুই প্রভাবশালীর সম্পদ রক্ষায় সায়মুম কাজ করতেন বলে অনেকেই অভিযোগ করেছেন।

জানা গেছে, মোটরসাইকেল শোরুমে চাকরি করার সময় আসাদুজ্জামান খান কামালের এক পিএসের মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে সায়মুমের। তার মাধ্যমেই পরিচয় ও ঘনিষ্ঠতা হয় আসাদুজ্জামান খান কামালের সঙ্গে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মন্ত্রীর আস্থাভাজন হওয়ায় নির্বিঘ্নে মন্ত্রণালয়ে আসা-যাওয়া করতেন। ব্যস্ এভাবেই শুরু তার। এরপর সবার আস্থা অর্জন করে আঙুল ফুলে কলাগাছ হতে বেশি সময় লাগেনি তার। এক সময় এমনও হয়েছে যে- সায়মুমের পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানেও উপস্থিত থাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

সায়মুমের ঘনিষ্ঠজন জানিয়েছেন, ২০২০ সাল থেকে অধিকাংশ সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই ঘুরতেন তিনি। বোট ক্লাব, গুলশান ক্লাবসহ বিভিন্ন ক্লাবের সদস্যও হয়েছিলেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আশীর্বাদে বাংলাদেশ সরকারকে তিনটি হেলিকপ্টারও সরবরাহ করেছেন এককালের সেই মোটরসাইকেলের সেলসম্যান সায়মুম। কমিশন পৌঁছে দিয়েছেন আসাদুজ্জামান খান কামালকেও। নামে-বেনামে ও বড় ভাই মাসুমসহ নিজের শ্বশুরবাড়ির লোকজনের নামে আরও বেশকিছু সম্পদ রয়েছে সায়মুমের। আসাদুজ্জামান খান কামাল ও বেনজীর আহমেদের বিদেশে অর্থ পাচারের অন্যতম হাতিয়ার ছিল সায়মুমের শ্যালক আসিফ। বর্তমানে উত্তরা ১১ নম্বর সেক্টরে শ্যালক আসিফের সঙ্গেই আত্মগোপনে রয়েছেন সায়মুম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App