×

ভিডিও

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে কোন দলের কী সমীকরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১ পিএম

   

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে ধারাবাহিক ভারত। প্রথম আসরেই ফাইনাল খেলা ভারত নিউজিল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। পরেরবার রোহিত শর্মার অধীনে ফাইনাল খেলেছিল। কিন্তু সেবারও অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী।

আসন্ন ফাইনালের দৌড়েও এগিয়ে টিম ইন্ডিয়া। এখন পর্যন্ত ৯ ম্যাচের মধ্যে ৬টি জিতেছে তারা। ৬৮ দশমিক ৫২ পয়েন্ট নিয়ে লর্ডসের ফাইনালে এক পা দিয়ে রেখেছে রোহিতরা। বাকি ১০ ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতলেই ফাইনাল নিশ্চিত ম্যান ইন ব্লুদের।

নিউজিল্যান্ডের বিপক্ষেও ঘরের মাঠে খেলবে ভারত। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজ আছে। সবমিলিয়ে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার সম্ভাবনা ৮০ শতাংশ। 

অস্ট্রেলিয়ার সমীকরণও সহজ । বাকি থাকা ৭ ম্যাচের মধ্যে চারটিতে জয় পেলেই টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নেবে অজিরা।

প্রথম দুই চক্র থেকে কেবল এক জয় পাওয়া বাংলাদেশ এবার ছন্দে রয়েছে। ৬ ম্যাচ খেলে এখন পর্যন্ত তিনটিতে জিতেছে লাল-সবুজেরা। স্লো ওভার রেট মারপ্যাঁচে বাংলাদেশের পয়েন্ট এখন ৩৩। শতাংশের হিসেবে, ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ঠিক পেছনেই অবস্থান শান্ত বাহিনীর।

টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও ৬ ম্যাচ বাকি বাংলাদেশের। এর মধ্যে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ রয়েছে। এই সিরিজের সূচি এখনও প্রকাশ করেনি বিসিবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দুটি ম্যাচ আছে। ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের মোকাবিলা করবে লাল-সবুজেরা।

৬ টেস্টের মধ্যে অন্তত পাঁচটিতে জয় দরকার টাইগারদের। পাঁচ ম্যাচে জয় পেলে ৬০ পয়েন্ট পাবে বাংলাদেশ। এতে যদি কিন্তুর মারপ্যাঁচে ফাইনালে উঠার সুযোগ থাকছে হাথুরুর শিষ্যদের।

একই সমীকরণ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার। তাদেরও ছয়টি করে ম্যাচ বাকি। এর মধ্যে অন্তত পাঁচ ম্যাচে জিতলে বড় সুযোগ থাকছে তাদের। বাংলাদেশের তুলনায় হোম অ্যাডভান্টেজও বেশি।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে লঙ্কানরা। আর অ্যাওয়ে সিরিজে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমাবে তারা। লঙ্কানদের পাশাপাশি পাকিস্তানকেও আতিথ্য দেবে প্রোটিয়ারা। আর বাংলাদেশের বিপক্ষে খেলবে অ্যাওয়ে সিরিজ।

অন্যদের তুলনায় নিউজিল্যান্ডের সমীকরণ বেশ জটিল। বাকি থাকা ৮ ম্যাচের মধ্যে ছয়টিতেই জয় চাই তাদের।

এদিকে বাকি থাকা ৬ ম্যাচের মধ্যে সবকটিতে জিতলেও ফাইনালে খেলার সম্ভাবনা নেই ইংল্যান্ডের। আর টেবিলের তলানিতে রয়েছে দুই দল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। সবকিছু বিবেচনায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেই ছিটকে গেছে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App