×

ভিডিও

কবে মুক্তি মিলবে বাদল ফরাজির, সেই অপেক্ষায় মা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২০ পিএম

   

মায়ের অপেক্ষা ফুরাবে আর কখন তিনি জানে না কেউ। আর সন্তানের অপেক্ষায় মায়ের আকুতি শেষ কোথায়। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে শেফালি বেগম বলেন, বাদল মুক্ত হওয়া পর্যন্ত আমি বেঁচে থাকলেই হয়। আমার নির্দোষ ছেলেকে এভাবে সাজা যাঁরা দিলেন, তাদেরও একদিন বিচার হবে।

ভারত থেকে আমার ছেলেকে এনেই বলেছিল তাকে মুক্ত করে দেবে। কিন্তু ছেলের আর মুক্তি মিলছে না। এর আগে দীর্ঘদিন সন্তান ফিরে আসার আশায় থেকে মারা যান বাদলের বাবা।

কারাভোগ শেষ, তবু মুক্তি মিলছে না ভারতে বেড়াতে গিয়ে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত বাংলাদেশি তরুণ বাদল ফরাজির। বাদলের বৃদ্ধ মা শেফালি বেগম ঢাকায় এসে অপেক্ষায় রয়েছেন ছেলেকে একবার ছুঁয়ে দেখার। কিন্তু সেই মুক্তি যে কবে মিলবে, তা নিশ্চিত করতে পারছে না কারাগার কর্তৃপক্ষ।

জানতে চাইলে কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, ভারত সরকারকে বাদল ফরাজির সাজাভোগ শেষে মুক্তির বিষয়ে প্রস্তাব পাঠানোর জন্য আমরা ঊর্ধ্বতনদের প্রস্তাব ও অন্যান্য কাগজপত্র পাঠিয়েছি। তাদের মতামত পেলে আমরা তাঁকে মুক্তি দিতে পারব। এ ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক।

গত ২০ জুলাই বাদল ফরাজির সাজার মেয়াদ শেষ হয়েছে। ভারতের আদালতের দেওয়া আদেশ মেনে যাবজ্জীবন কারাভোগের পরই ২০ জুলাই তার মুক্তি পাওয়ার কথা। কিন্তু এখনো চলছে চিঠি-চালাচালি। বাদল ফরাজি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। সেখানে তিনি অন্য বন্দীদের লেখাপড়া শেখান।

নিরপরাধ বিবেচনায় ঢাকঢোল পিটিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছিল ১০ বছর ধরে কারাগারে থাকা বাদল ফরাজিকে। কিন্তু দেশে আনার পর চার বছর পার হলেও কারাগারেই দাগি আসামিদের সঙ্গে দিন পার করছেন তিনি। বাদল ফরাজির বয়স এখন প্রায় ৩৩ বছর।

মাত্র ১৮ বছর বয়সে তিনি ভারতে বেড়াতে গিয়েছিলেন। যে খুনের মামলায় তার সাজা হয়েছে, সেটি হয়েছিল তিনি ভারতে যাওয়ার আগে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক বৈঠকের নথিতে তাকে নির্দোষ হিসেবে উল্লেখ করা হয়।

খুনের মামলার আসামির সঙ্গে নামের মিল থাকার কারণে ২০০৮ সালে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢোকার সময় বাদল ফরাজিকে গ্রেপ্তার করে বিএসএফ। পর্যটক ভিসা নিয়ে বাংলাদেশের বাগেরহাট থেকে তাজমহল দেখতে বেরিয়েছিলেন তিনি। কিন্তু এরপর আর ফেরেননি। পাসপোর্ট অনুযায়ী, বাদলের স্থায়ী ঠিকানা বাগেরহাট, বর্তমান ঠিকানা খুলনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App