ওষুধ ও খাদ্য সামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৭:৩৫ পিএম
কুমিল্লায় চলমান বন্যা পরিস্থিতিতে বিপুল পরিমাণ ওষুধ ও খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি। ২৬ আগস্ট কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রায় ৭শ পরিবারের মাঝে ওষুধ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রান্তিক জনগোষ্ঠীর দন্ত স্বাস্থ্য সেবার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে বন্যা কবলিত অঞ্চলে অসহায় নিপীড়িত মানুষের সহযোগিতায় নিজেদের অর্থায়নে ওষুধ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় প্রেসিডেন্ট ডেন্টিস্ট মোঃ হারুন অর রশিদ আওরঙ্গ, মহা- সচিব ডেন্টিস্ট মোহাম্মদ খালেদ মোছান্নাহ, সিনিয়র যুগ্ম মহাসচিব ডেন্টিস্ট মুহাম্মদ আবদুর রহিম, যুগ্ম মহাসচিব
ডেন্টিস্ট নাজমুল ইসলাম, যুগ্ম মহাসচিব ডেন্টিস্ট কাজী মোঃ নেসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ডেন্টিস্ট মোঃ মাসুদ রানা, দপ্তর সম্পাদক ডেন্টিস্ট মোঃ বিল্লাল হোসেন, অর্থ সম্পাদক ডেন্টিস্ট মোঃ শরিফ খান, আইন সম্পাদক ডেন্টিস্ট মোঃ আঃ হান্নান, উপ দপ্তর সম্পাদক ডেন্টিস্ট রজ্জব আলী দেওয়ান, উপ অর্থ সম্পাদক ডেন্টিস্ট নিজাম উদ্দিন, আইটি সম্পাদক ডেন্টিস্ট মোঃ খুরশেদ আলম ও ডেন্টিস্ট মোঃ হাসান।
এ সময় সংগঠনের নেতারা বলেন, করোনাকালীন সময়ে নিজেদের জীবন বাজি রেখে সদস্যরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন ঠিক তেমনি বন্যা কবলিত অঞ্চলেও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন। এবং প্রতিটি সদস্যদের তিন দিনের আয়ের ২৫ শতাংশ বন্যার্তদের মাঝে বিলিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করেন সংগঠনের নেতারা।