×

ভিডিও

যে ভিডিও পোস্টের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনায় পড়েছেন খাদিজা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৭:৪০ পিএম

   

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত নাম খাদিজাতুল কোবরা সোনিয়া। ইংলিশ বই রিভিউ করে ভিডিও পোস্ট দিয়ে থাকেন এই কন্টেন্ট ক্রিয়েটর। শুধু তাই নয়, দেশের থেকে বিদেশে গিয়ে থাকার উপকারিতা নিয়ে বিভিন্ন সময় পোস্ট দিয়ে সমালোচনার শিকার হয়েছেন তিনি। এবার দেশের কোটি কোটি মানুষ যখন বন্যায় আক্রান্ত তখন, খাদিজার একটি ভিডিও নিয়ে তোলপাড় নেট দুনিয়া। বন্যা নিয়ে কোন পোস্ট কিংবা ফান্ড রাইজিংয়ের কোন কাজে অংশগ্রহন করতে পারবেন না বলে জানিয়েছেন তিনি। 

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যাকবলিত জেলাগুলোর মধ্যে ফেনী জেলায় আকস্মিক বন্যা শুরু হয়। ফলে কোনো ধরনের প্রস্তুতি নেওয়ার আগেই বিপর্যস্ত হয়ে পড়ে পুরো ফেনী। এ ছাড়া কুমিল্লা, নোয়াখালী, ও চট্টগ্রামেও বন্যা ভয়াবহ রূপ ধারণ করে।  

দেশের এই ক্লান্তিলগ্নে ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বির্শেষে এগিয়ে আসছে, ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাঁড়াতে। টিএসসিতে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে অসহায় মানুষদের জন্য দান করতে ভিড় লেগে গেছে। সোশ্যাল মিডিয়ার আলোচিত ইনফ্লুয়েন্সাররাও এগিয়ে এসেছে বন্যার্তদের পাশে। এমনকি যারা কোটা আন্দোলনের সময় নিশ্চুপ ছিলেন তারাও মাঠে নেমে কাজ করছেন। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর  খাদিজাতুল কোবরা বলছেন ভিন্নকথা। অপরাগতা প্রকাশ করেছেন বন্যার কোন ফান্ড রাইজিংয়ের শেয়ার করতে। 

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ফান্ড কালেকশনের কোন পোস্ট আমি শেয়ার দিতে পারবোনা। এর কারণটা কি আপনারা হয়তো গেস করতে পারতেছেন। ফান্ড কালেকশন করে পোস্ট দেয়া শুরু করলে তখন আমার নামের পাশে একটা ট্যাগ চলে আসবে, যে ট্যাগটা এর মধ্যে অনেকেই পেয়ে গেছে। আমাকে ওদের কাতারে ভাবা শুরু করবে। যার কারণে  আমি চাই না কেউ আমাকে বলুক, ঐ যে অমুকও টাকা তোলা শুরু করছে। পরে সেভাবে মানুষ আমাকে গালি-গালাজ করা শুরু করবে। এ জন্য আমি বন্যায় টাকা তোলার কোন পোস্ট শেয়ার দিতে পারবো না।

এই পোস্টটি দেয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা। কটাক্ষের শিকার হন খাদিজাতুল কোবরা। তার একজন ভক্ত লিখেছেন, গাদা গাদা বই পড়লেই যে জ্ঞানী হওয়া যায়না খাদিজাতুল কোবরা সোনিয়া তার সবচেয়ে বড় দৃষ্টান্ত। 

আরেকজন লিখেছেন আপনি আপনার জনপ্রিয়তার কারণে ফাণ্ড রাইজে অংশগ্রহণ করতে পারবেনা। আমি আপনাকে বলতে চাই, আপনি কোন সময় বাংলাদেশি ছিলেন না। আপনি হচ্ছেন স্বার্থপর জার্মানি শেপার্ড, যার কোন ব্যক্তিত্ব নেই। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App