যে মামলায় ৪ দিনের রিমান্ডে সাংবাদিক শাকিল-রুপা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ১২:০২ এএম
ছাত্র-জনতা আন্দোলনে চাকরিজীবী ফজলুল করিমকে হত্যা মামলায় একাত্তর টিভি থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে ৪ দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত।
২২ আগস্ট বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালত তাদের এ রিমান্ডের আদেশ দেন।
এর আগে উত্তরা-পূর্ব থানার সাব ইন্সপেক্টর মো. মোহাইমিনুর রহমান তাদের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় মামলার তদন্তের স্বার্থে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন প্রসিকিউশন বিভাগ। অপরদিকে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন জানান আসামিপক্ষের আইনজীবী জুলফিকার আলী। উভয়পক্ষের শুনানি শেষে শাকিল ও রুপার চার দিন করে ২১ আগস্ট সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ যাওয়ার সময় তাদের আটকে দেয় ইমিগ্রেশন। পরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে সাংবাদিক দম্পতিকে আদালতে তোলার সময় সুবিচারের দাবি জানান শাকিল আহমেদ। অন্যদিকে এই দম্পতিকে আদালতে তোলার সময় নানা স্লোগান দেন আইনজীবী-জনতা। এ দুজনের রিমান্ড শুনানি উপলক্ষে আদালত পাড়ায় নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।