×

ভিডিও

৭ মাস ধরে বন্ধ সার উৎপাদন, প্রতিদিন লোকসান সাড়ে ৩ কোটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৪:৫১ পিএম

   

১৯৯১ সালে জামালপুরে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় প্রতিষ্ঠিত হয় দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া যমুনা সার কারখানা। এটি প্রতিষ্ঠার শুরু থেকেই দৈনিক ১ হাজার ৭শ টন ইউরিয়া সার উৎপাদন করে আসছিল।

কারখানার নিরবিচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। কিন্তু গ্যাসের চাপ স্বল্পতা ও বিভিন্ন ত্রুটির কারণে কারখানার উৎপাদন কমে বর্তমানে ১ হাজার ২শ টন ইউরিয়া সার উৎপাদন করছে। যমুনা সার কারখানায় গত ১৫ জানুয়ারি থেকে গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এরপর থেকেই যমুনা সারকারখানায় বন্ধ হয়ে যায় ইউরিয়া উৎপাদন। কারখানায় উৎপাদন বন্ধ হওয়ায় প্রতিদিন লোকসানের পরিমাণ প্রায় সাড়ে ৩ কোটি টাকা। 

এদিকে কারখানা থেকে জামালপুর জেলাসহ শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ী, ও উত্তরবঙ্গের ১৮ জেলার প্রায় আড়াই হাজার ডিলারের মাধ্যমে যমুনার ইউরিয়া সার সরবরাহ করা হয়। যদি এভাবে দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকে তবে কারখানার কমান্ডিং এরিয়ায় সার সংকট হওয়ার শঙ্কা রয়েছে।

কারখানা বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছেন কারখানার শ্রমিকরা। এছাড়া চলতি মৌসুমে সারের তীব্র সংকটের আশঙ্কা রয়েছে। সার কারখানাটিতে দ্রুত গ্যাস সংযোগ দিয়ে বৃহৎ এ শিল্প প্রতিষ্ঠানটি সচল রাখতে না পারলে পুরোপুরি নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছে বলে জানান কর্মকর্তারা। 

দেশের কৃষিখাতের কথা বিবেচনা করে দ্রুত কারখানাটি চালু করা হবে এমনটাই প্রত্যাশা সবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App