অনিশ্চিত হাথুরুর ভবিষ্যত, দেশিতেই আস্থা নতুন বোর্ড সভাপতির

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ১০:৫২ পিএম
বিসিবি আর নাজমুল হাসান পাপন, এ যেন ফেবিকলের মজবুত বন্ধন। দীর্ঘ একযুগের বেশি সময় ধরে দেশের ক্রিকেটের কলকাঠি নাড়িয়ে আসছিলেন বিসিবির এই রাজাধিরাজ। ক্রিকেটের সব কিছুতেই নাক গলাতেন পাপন। টসের পর অধিনায়ক কী করবেন, সে প্রসঙ্গেও পরামর্শ দিতেন। তবে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বেলায় ছিলেন ভেজা বেড়াল। অন্যদিকে দায়িত্ব নেওয়ার আগেই লাল-সবুজ শিবিরে হাথুরুর প্রয়োজনবোধ করেননি ফারুক আহমেদ। এবার ক্রিকেট বোর্ডের গুরুদায়িত্বে আসার পরও নিজের কথাতে অটল সাবেক এই অধিনায়ক।
‘চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে চুক্তিটা কী, সেটা আমি ঠিক জানি না। আমি আগের জায়গাতেই আছি। আমি যা বলেছি, সেটা থেকে সরে যাইনি। এখন আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জিনিস দেখতে হবে। কীভাবে কী করা দরকার, তাঁর চেয়ে ভালো কাউকে পাই কি না, বা কাছাকাছি যারা ভালো করতে পারবে…এটা দেখব, তারপর কথা বলব। আমি আসলে ওই স্ট্যান্ড থেকে সরিনি।’
দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন বিজ্ঞানী হাথুরু। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি তার। গেল মেয়াদে বর্তমান বিসিবি বস ফারুকের সঙ্গেই ঝামেলায় জড়িয়েছিলেন। মতপার্থক্যের কারণে বিদায় বলেছিলেন সাবেক এই প্রধান নির্বাচক। তাই খুব সহজেই বোঝা যাচ্ছে হাথুরুর বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র।
‘এই মুহূর্তে বলা কঠিন। দুই-তিন দিন আমাদের কলিগদের সঙ্গে কথা বলি। একজন কোচকে যখন আনা হয়, তখন নিশ্চয়ই তিন-চারজনের শর্ট লিস্ট থাকে। অন্যরা আসতে পারবে, নাকি পারবে না—এটা দেখতে হবে।’
এদিকে ছাত্র-জনতার কয়েকদিনের বিপ্লবে দেশপ্রধানের বিকল্পও পেয়েছে বাংলাদেশ। কয়েক ঘণ্টার ব্যবধানেই বিসিবি বসের চেয়ারের অঙ্কও সমাধান হয়েছে। সবমিলিয়ে টাইগার কোচ কী তাদেরও ঊর্ধ্বে, এমন প্রশ্ন ক্রীড়াপ্রেমীদের। এ প্রসঙ্গে নিজের স্বভাবজাত জবাবই দিলেন বিসিবি নতুন সভাপতি।
অন্যদিকে লঙ্কান কড়া এই হেডমাস্টারকে বিদায়ের পর বিকল্পও ভেবে রেখেছেন নতুন সভাপতি। এজন্য দেশিদেরই প্রাধান্য দিচ্ছেন বলে অনুমান করা হচ্ছে।
‘লোকাল কোচ আমার মনে হয়, খুব ভালো আছে। তবে আমিই একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত নয়। হয়তো আমার ওপর দায়িত্বটা বেশি। কারণ, আমি সিদ্ধান্ত নেব। কিন্তু অন্যদের সঙ্গেও কথা বলতে হবে।’
এদিকে দীর্ঘ কয়েক বছর ধরেই মিরপুরের উইকেট নাড়াচড়া করছেন আরেক লঙ্কান গামিনি ডি সিলভা। সবমিলিয়ে লঙ্কান সিন্ডিকেটেই চলছে দেশের ক্রিকেটের অনেক কিছু। যদিও দায়িত্ব নেওয়ার পর কড়া হুঁশিয়ারি নতুন বোর্ডপ্রধানের। সময় নিয়ে নতুন করে সাজানোর পরিকল্পনা তার।
সবমিলিয়ে দেশের ক্রিকেট এখন কোন পথে মোড় নেয়, তা-ই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।