×

ভিডিও

উপস্থাপিকার দিকে তেড়ে আসলেন বিচারপতি, বেরিলে এলো ক্যামেরার পিছনের ভিডিও

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৮:৫১ পিএম

   

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী। নিজেকে তিনি প্রবাসী মুক্তিযোদ্ধা বলে দাবি করেন। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে উত্তেজিত হতে দেখা গেছে তাকে। সেই টকশোতে বিচারপতি মানিক উত্তেজিত হয়ে বেশ কটু কথা বললেও, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন উপস্থাপিকা দীপ্তি  চৌধুরী। যার কারণে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নেটিজেন, সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। তবে সেই ঘটনা এখানেই শেষ হয়ে যায়নি। বেরিয়ে এসেছে সেই টকশোতে ঘটে যাওয়া ক্যামেরার পিছনের চাঞ্চল্যকর কাহিনী। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই টকশোর ক্যামেরার পিছনের একটি ক্লিপ ভাইরাল হয়েছে।  সেখানে বিচারপতি মানিককে মেজাজ হারাতে দেখা গেছে। অনুষ্ঠান শেষে তিনি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর দিকে তেড়ে এসে বলতে থাকেন ‘আপনি রাজাকারের বাচ্চা’। ‘রাজাকারের বাচ্চা আপনি’। 

এভাবে তিনি বারবার বলতে থাকেন।কয়েক জন থামাতে গেলেও তখনো তাকে দেখে গেছে বেশ উত্তেজিত,রাগান্বিত।এক সময় বিচারপতি বলতে থাকেন,আমাকে কেউ অপমান করে এভাবে কথা বলার সাহস পায়নি আপনার মতো।

বিচারপতি মানিকের এমন উধ্যত্বপূর্ণ আচরণ দেখে তখনো নিজের জায়গায় বসেছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। সেখানে বসেই তিনি বলতে থাকেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান,আপনি আমাকে এভাবে কথা বলতে পারেন না। এক পর্যায় তার দিকে বিচারপতি তেড়ে আসলে আরেকজন মেহমান গোলাম মাওলা রনি তাকে ভদ্রভাবে থামিয়ে দেন। আস্তে আস্তে শামছুদ্দিনকে সেখান থেকে বের করে নিয়ে আসেন। 

এমন ঘটনায় তোলপাড় নেটদুনিয়া। কমেন্ট বক্সে বিচারপতির সমালোচনা করতে দেখা গেছে।এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে অদ্ভুত পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে কথা বলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিএনপি নেতা গোলাম মাওলা রনি। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। প্রায় ৪৯ মিনিট পর্বের এই টক শোতে শুরু থেকেই বেশ বুদ্ধিদীপ্ত আলোচনা ও ধৈর্য্যের পরিচয় দিয়ে তিনি এখন সারাদেশে ভাইরাল।

এরপর থেকেই প্রশ্ন উঠেছে, কে এই উপস্থাপিকা? জানা গেছে,২০১৬ সালে কিশোর-কিশোরী সুস্বাস্থ্য ভিত্তিক অনুষ্ঠান ‘স্বর্ণ-কিশোরী’-এর চ্যাম্পিয়ন হন তিনি। তারপর সেই অনুষ্ঠান উপস্থাপনার সুযোগ পান দীপ্তি। 

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেদিনকার সেই টক শো নিয়ে কথা বলেছেন এই উপস্থাপিকা। তিনি বলেছেন, ‘সেদিন আমি আলাদা কিছু করিনি। যখন আমি ওই চেয়ারে বসি, তখন আমার অতিথিকে সম্মান করে জনগণ ও দর্শক যে প্রশ্নটি করতে চায় সেই কাজটিই করেছি। এটাই হয়তো মানুষ ভালোভাবে নিয়েছে। তারা প্রশংসা করছে।

টক শোতে উপস্থিত অতিথির প্রসঙ্গে এই উপস্থাপিকা বলেন, ‘আমার বাসায় বা অনুষ্ঠানে যে অতিথি আসেন, তিনি আমার জন্য সর্বোচ্চ সম্মানের। তাকে আমি সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App