×

ভিডিও

জল্লাদ শাহজাহানের ডাকাত হওয়ার রোমাঞ্চকর তথ্য ফাঁস!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৮:৫১ পিএম

   

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামিসহ মোট ২৬ জনের ফাঁসি কার্যকর করা আলোচিত ‘জল্লাদ’ শাহজাহান ভূঁইয়া গেল ২৪ জুন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শাহজাহানের বোন ফিরোজা বেগম তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর ৩৬টি মামলায় তার ১৪৩ বছরের সাঁজা হয়। এর মধ্যে একটি অস্ত্র মামলা, একটি ডাকাতি মামলা এবং বাকি ৩৪টি হত্যা মামলা। পরে ৮৭ বছরের জেল মাফ করে তাকে ৫৬ বছরের জন্য সাঁজা দেওয়া হয়। ফাঁসি কার্যকর ও সশ্রম কারাদণ্ডের সুবিধার কারণে সেই সাঁজা ৪৩ বছরে এসে নামে। অবশেষে ২০২৩ সালের ১৮ জুন কারামুক্ত হয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে শ্বাস ফেলার সুযোগ পান জল্লাদ শাহজাহান। 

১৯৯১ সালে গ্রেফতার হওয়ার পর ৩২ বছর জেল খেটে ২০২৩ সালের ১৮ জুন কারামুক্ত হন জল্লাদ শাহজাহান। ১৯৭২ সালে তিনি অটোপাশে এসএসসিতে উত্তীর্ণ হন। এরপর উচ্চ মাধ্যমিক শেষ করে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে সেনাবাহিনীর অস্ত্র নিয়ে নিজ গ্রামে পালিয়ে আসেন। ফলে সেনা আইন ভঙ্গের দায়ে ১৯৮১ সালে জীবনে প্রথমবার তিনি জেলে যান। জেলে গিয়েই তার সখ্যতা গড়ে উঠে সেই জেলের প্রধান জল্লাদ ডাকাত কফিলউদ্দিন এবং ডাকাত গিয়াসউদ্দিনের সঙ্গে। তাদের থেকে শিখে ফেলেন ডাকাতির সব কলা কৌশল। এরপর তিনি কারামুক্ত হয়ে সেনাবাহিনীর প্রশিক্ষণ আর জেলে শেখা ডাকাতির কৌশল কাজে লাগানোর জন্য নিজ এলাকার ফায়জুদ্দিন ডাকাতের সঙ্গে যোগ দিয়ে জড়িয়ে পড়েন ডাকাতি কর্মকাণ্ডে। জীবনের প্রথম ডাকাতিতে ৬০০ টাকা বকশিশ পেয়েছিলেন জল্লাদ শাহজাহান।

(কেমন ছিলো জল্লাদ জীবন) এই আত্মজীবনীমূলক বই থেকে জানা যায় জীবনে ৬০০’র বেশিবার ডাকাতি করেছিলেন জল্লাদ শাহজাহান। পূর্ব বাংলার সর্বহারা পার্টির থেকে চিঠি পেয়ে কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। এরপর গেসুর দলের সঙ্গে যুক্ত হয়ে ৩ বছরে প্রায় ৪০০ ডাকাতি করেন শাহাজাহান। তবে ১৯৯১ সালে জীবনের শেষ ডাকাতিটা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে জীবনের ৩২টি বছর কারাগারের অন্ধকারে বিসর্জন দিতে হয় তাকে।

জেল থেকে মুক্তি পেয়ে খোলা আকাশের নিচে ৩৭০টি সোনালি দিন পেয়েছিলেন জল্লাদ শাহজাহান। কিন্তু জীবনের শেষ দিনগুলি সুখের ছিল না তার। আর্থিক সংকট, বাসস্থানের অভাব, খাদ্যের অভাব, কাছের মানুষদের দ্বারা প্রতারণার শিকার হওয়াসহ নানা রকম যন্ত্রণা নিয়ে পরলোক গমন করেন ইছাখালীর শাহজাহান ভূঁইয়া ওরফে জল্লাদ শাহজাহান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App