×

ভিডিও

কুরবানির পশু কিনতে গেলে খাওয়া ও বিশ্রাম ফ্রি, মুগ্ধ ক্রেতারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০৮:১৫ পিএম

   

এটি একটি পশুর খামার যেখানে কুরবানির পশু কেনার জন্য ছুটে আসছেন ঢাকাসহ দূর-দূরান্তের ক্রেতারা। মনোরম পরিবেশ, অভিনব আতিথেয়তা, নেই কোন হাসিলের ঝামেলা, আর ভালো মানের পশুর নিশ্চয়তার জন্য ইতোমধ্যে সাড়া ফেলেছে নরসিংদীর বাগহাটা’র ”বাগান বাড়ি এগ্রো ফার্ম”। এ যেন এক ব্যতিক্রমী আয়োজন। 

যখন একটি ভালো পশু কেনার জন্য ক্রেতারা হাটে হাটে ঘুরছে। নোংরা পরিবেশ, হাট কমিটির বিভিন্ন ঝামেলা, পশুর গুতা হজম করে একটি পশু কিনতে হচ্ছে ক্রেতাদের। এরপর রয়েছে বিভিন্ন ধরণের ঔষধ খাওয়ে মোটাতাজা করণের পশুর বাজার দখল। সব মিলিয়ে কুরবানির জন্য পশু কেনা এক মহা টেনশন ক্রেতাদের।  ঠিক তখন স্বাচ্ছন্দ্যে তাদের পশু ক্রয় করে বাড়ি ফিরছে বাগান বাড়ি এগ্রো ফার্মের ক্রেতারা। 

পরিবার পরিজন নিয়ে মনোরম পরিবেশে কুরবানির পশু কেনার এ যে আয়োজন তা দেখে কোন ভাবেই বোঝার উপায় নেই এটি একটি গরুর খামার। পশু ক্রেতাদের বিশ্রামের ব্যবস্থা, নামাজের ব্যবস্থা, উপযুক্ত দাম, সুন্দর ঘরোয়া পরিবেশে দরদাম করার ব্যবস্থা, দুপুরের খাবারের মহা আয়োজন দেখে যে কেউ মনে করতে পারেন এটা একটা বিয়ে বাড়ি। এরপর থাকছে নিজেদের খরচে ক্রেতার বাড়ি পর্যন্ত পশু পৌঁছে দেওয়ার ব্যবস্থা। 

ক্রেতাদের আনাগোনার এ অবস্থা চলতে থাকে সকাল থেকে মধ্য রাত পর্যন্ত। ক্রেতারাও খুব খুশি এমন সুন্দর আয়োজন দেখে। এদিকে, এখানে পশুগুলোর তদারকির দায়িত্বে থাকা কর্মীরা জানালেন তাদের এই ফার্মের পশু পালনের পদ্ধতির কথা। 

কোন রকম মোটাতাজা করণের ট্যাবলেট ছাড়াই ন্যাচারাল উপায়ে কিভাবে কুরবানির পশু প্রস্তুত করছেন সেটাই জানাচ্ছিলেন তারা। একদিকে যেমন এখানে কাজ করে তারা তাদের সংসার সুন্দরভাবে পরিচালনা করতে পারছেন অন্যদিকে, মানুষের কাছে ভালো মানের পশু তুলে দিতে পেরে খুশি এখানের কর্মীরা। 

এই ফার্মের ম্যানেজার বলছিলেন কিভাবে তারা তাদের পশুগুলো কুরবানির উপযুক্ত করে প্রস্তুত করেছেন। 

পশুগুলো দেখলে যেকোন ক্রেতারই পছন্দ হতে হবে। অর্গানিক খাবারে বেড়ে ওঠা এখানকার পশুগুলো দেখতে যেমন সুন্দর তেমনি সুন্দর স্বাস্থ্য। সুন্দর পরিবেশ এবং নিবিড় যত্নে বেড়ে ওঠার কারণে খুব সহজেই ক্রেতাদের আকৃষ্ট করছে এই খামারটি। এর উপর ক্রেতাদের সাথে সুন্দর ব্যবহার আর আতিথেয়তা দূর-দূরান্তের ক্রেতাদের আকৃষ্ট করছে বলে জানালেন প্রজেক্ট ডাইরেক্টর । 

বাগানবাড়ি এগ্রো ফার্ম এর প্রজেক্ট ডাইরেক্টর মো: শরিফুল ইসলাম জানান, এই ফার্মের উদ্দেশ্য হচ্ছে কুরবানির জন্য একটা ভালো পশু মানুষের কাছে তুলে দেওয়া। ক্রেতাদের আস্থা অর্জন আর দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপনই মূল লক্ষ্য বলে জানালেন প্রজেক্ট ডাইরেক্টর। 

অবশ্য, এই প্রকল্পটির সত্ত্বাধিকারী মো: আনিসুল হক জানালেন ভিন্ন কথা, এই ফার্মের যে আয়োজন তা নিয়ে নাই কোন ব্যবসায়িক উদ্দেশ্য। এর লভ্যাংশ কাজে লাগানো হয় বিভিন্ন চ্যারিটি প্রতিষ্ঠানে। আর যে কারণের এখানে আগত সকল ক্রেতাদের জন্যও রাখা হয়েছে আতিথেয়তার এমন ব্যবস্থা । যাতে মুসলমানদের পবিত্র কাজ পশু কুরবানিতে বাড়তি কোন ঝামেলা ছাড়াই একটা ভালো মানের পশু কিনতে পারেন ক্রেতা সাধারণ। এমনটাই জানালেন এই ফার্মের সত্ত্বাধিকারী মো: আনিসুল হক। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App