দিনাজপুরে বাঁশের মাচায় রঙ বের রঙ এর তরমুজ চাষে সফর কৃষক

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২৪, ০৫:৫৮ পিএম
বাঁশের মাচায় ঝুলছে বিভিন্ন রকমের তরমুজ। কোনটি দেখতে সবুজ। কোনটি হলুদ রঙের কোনটি আবার ডোরা কাটা। একই জমিতে ৩ রকমের তরমুজ যে কারোরই নজর কাড়বে খুব সহজেই। আর এমনই দৃশ্য দেখা গেছে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর গ্রামে কৃষক আব্দুল হামিদের জমিতে।
তিনি এবরাই প্রথম প্রদর্শনী আকারে বাঁশের মাচায় চাষ করেছেন তিন রঙ্গের তরমুজ। উপজেলা কৃষি অধিদপ্তরের সহায়তায় ২০ শতক জমিতে তিনি বাঁশের মাচা পদ্ধতিতে তৃপ্তি, অনুভব ও ব্ল্যাক বেবি জাতের তরমুজ চাষ করেছেন।
কিন্তু অবাক করা বিষয় হলো রোপণের মাত্র ৩২ দিনের মধ্যে ফল এসেছে গাছগুলোতে এবং ৭০ দিনের মধ্যে সেই ফল তোলাও সম্ভব হবে। যে তরমুজগুলো ঝুলছে এগুলোর বর্তমান বয়স ৫৬ দিন। এরই মধ্যে প্রতিটি তরমুজের ওজন প্রায় ৪ থেকে সাড়ে ৪ কেজি পর্যন্ত হয়েছে। ওজনের ভারে যাতে তরমুজ ছিঁড়ে না পড়ে সেইজন্য বাঁশের মাচার সাথে জালি ব্যাগ দিয়ে তরমুজগুলোকে বেঁধে রাখা হয়েছে। লাভের পরিমাণ বেশি হলে আগামীতেও এই তরমুজ চাষ করবেন বলে জানান কৃষক আব্দুল হামিদ।
এই তরমুজ চাষে খরচ কম লাভ বেশি হবে বলে জানান কৃষি বিভাগ। তাই এই ধরনের তরমুজ চাষে কৃষি অধিদপ্তর থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।