×

ভিডিও

সাকিবের এই রেকর্ড পৃথিবীর আর কারও নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৪, ০২:১২ পিএম

   

মাঠে কিংবা মাঠের বাইরে সমালোচনাতেই থাকতে পছন্দ করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সমালোচনার জবাবটা মাঠেই বারবার দিয়ে নিজেকে প্রমাণ করেছেন বিশ্বসেরা এই স্পিনার। যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারানোর পথে অনন্য এক কীর্তি গড়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ওপেনার আন্দ্রেস গাউসকে আউট করেন সাকিব। যেটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তার ৭০০তম উইকেট।

বল হাতে ৭০০ উইকেট নেওয়া সাকিবের ব্যাট হাতে তিন সংস্করণ মিলিয়ে রান আছে ১৪ হাজারের বেশি। আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে ১৪ হাজার রান ও ৭০০ উইকেটের ডাবল ছোঁয়া একমাত্র ক্রিকেটার সাকিব।

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তিন সংস্করণ মিলিয়ে ৭০০ উইকেট নিয়েছেন সাকিব। বাংলাদেশের অন্য কোনো বোলারের ৪০০ উইকেটও নেই। দ্বিতীয় স্থানে থাকা পেসার মাশরাফি বিন মুর্তজার উইকেট ৩৯০টি। তৃতীয় সর্বোচ্চ উইকেট মোস্তাফিজুর রহমানের—৩০৯টি।

৭০০ উইকেটের ক্লাবে সব মিলিয়ে বিশ্বের ১৭তম বোলার সাকিব। স্পিনারদের মধ্যে সপ্তম, তবে বাঁহাতি স্পিনার হিসেবে সাকিব দ্বিতীয়। বাঁহাতি স্পিনার হিসেবে তাঁর আগে এই কীর্তি করেছেন শুধু ড্যানিয়েল ভেট্টরি। তাঁর উইকেট ৭০৫টি। অর্থাৎ বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়া সাকিবের জন্য এখন সময়ের ব্যাপার।

তিন সংস্করণের মধ্যে সাকিব ওয়ানডেতেই সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। ওয়ানডেতে ২৪১ ইনিংসে সাকিবের শিকার ৩১৭ উইকেট। ব্যাট হাতে ওয়ানডেতেই বেশি রান সাকিবের (৭৫৭০)। ৬৭ টেস্টে ১২৩ ইনিংসে সাকিবের উইকেট ২৩৭টি। ব্যাট হাতে রান ৪৫০৫। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট ১৪৬টি। এই সংস্করণে তাঁর চেয়ে বেশি উইকেট আছে শুধু টিম সাউদির (১২৩ ম্যাচে ১৫৭টি)। ব্যাট হাতে টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব রান করেছেন ২৪৪০।

ব্যাটে-বলে এমন বিরল কীর্তি গড়তে পারেননি বিশ্বের আর কোনো ক্রিকেটার। সাকিবের এই বিশেষ কৃতিত্বে তাকে শুভেচ্ছা জানাতে ভোলেনি বিসিবি। ক্যাপশনে লিখেছে, ‘দ্য ওয়ান অ্যান্ড অনলি সাকিব আল হাসান।’ কীর্তি গড়ার পর সাকিব নিজেও একটি পোস্ট শেয়ার করেছেন। 

দিন কয়েক বাদেই শুরু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টেও সাকিবের আধিপত্য। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকাতে সবাইকে ছাপিয়ে শীর্ষে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ঝুলিতে রয়েছে ৪৭ উইকেট। এরপরই রয়েছে ৩৯ উইকেট পাওয়া পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি ও ৩৮ উইকেট শিকারি লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। বর্তমানে খেলছেন এমন কেউই নেই সাকিবের ধারেকাছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App