দাঁড়িয়ে হাত তুলে বৃষ্টির প্রার্থনায় অঝোরে কাঁদলেন মুসল্লিরা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৫:১৫ পিএম
টানা কয়েক দিন ধরে সারাদেশে তীব্র তাপপ্রবাহ বইছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রোদে পুড়ে অতিষ্ঠ নগরবাসী। তাই তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনা করে নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
বৃহস্পতিবার সকালে বায়তুল মোকাররমে নামাজের ইমামতি করেন জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মিজানুর রহমান।
ইসলাম ধর্মে, এ নামাজকে বলা হয় ‘ইসতিসকার নামাজ’। এ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি বা পানির জন্য প্রার্থনা করা হয়।
কালবৈশাখীর মৌসুমেও বৃষ্টির কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টো টানা তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে মুসল্লিরা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন। হাত তুলে অঝোরে কাঁদলেন তারা।
যেকোনো বিপদ থেকে রক্ষা পেতে মানুষ প্রথমেই সৃষ্টিকর্তাকে স্মরণ করে। এ নামাজ ও দোয়ার মধ্যমে সৃষ্টিকর্তা রহমত বর্ষণ করবেন বলে জানান বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম।
দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই। অনাবৃষ্টির কারণে দেশব্যাপী মানুষসহ পশুপাখিও হাসফাস করছে। এ অবস্থা থেকে রক্ষা পেতেই ধর্মীয় নীতি অনুযায়ী, দুই রাকাত নামাজ আদায় করে দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টির জন্য প্রার্থনা হচ্ছে।