হাজারীবাগের বস্তি আগুনে ভস্মিভূত

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৪, ০৪:২১ পিএম
রাজধানীর হাজারীবাগের একটি বস্তিতে আগুন লেগেছে। শুক্রবার দুপুর ১২টার একটু আগে হাজারীবাগের ঝাউচরে টিনশেড বস্তিতে আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, হাজারীবাগের ঝাউচরের একটি টিনশেড বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে।
পরে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম অফিসার মো. শফিক জানান, বেলা ১১টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হাজারীবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট, লালবাগের দুটি, মোহাম্মদপুরের দুটি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটিসহ মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তবে এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোন হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।